তিন দশকের অপেক্ষার অবসান, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

১৯৯০ সালের পর খেতাব জিতল রেডসরা। সাত ম্যাচ বাকি থাকতেই ইপিএল সেরা হল ক্লপের দল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 26, 2020, 12:22 PM IST
তিন দশকের অপেক্ষার অবসান, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: স্বপ্নপূরণের রাত। তিন দশকের অপেক্ষার অবসান। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল লিভারপুল। ১৯৯০ সালের পর খেতাব জিতল রেডসরা। সাত ম্যাচ বাকি থাকতেই ইপিএল সেরা হল ক্লপের দল।

 

বৃহস্পতিবার রাতে চেলসির ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি ১-২ গোলে হারতেই লিভারপুলের খেতাব জয় নিশ্চিত হয়ে যায়। বুধবার রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইপিএল খেতাব জয় কার্যত নিশ্চিত করে ফেলেছিলেন সালাহরা। বৃহস্পতিবার রাতে সিটির পয়েন্ট নষ্টের আশায় হোটেলে দল বেঁধে টিভির পর্দায় চোখ রেখেছিলেন লিভারপুল ফুটবলার-রা। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে চেলসির উইলিয়ান গোল করতেই উচ্ছ্বাস শুরু হয়ে যায় লিভারপুল শিবিরে। ৩১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট যেখানে ৮৬, সেখানে দু নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট ৬৩। লিগের বাকি ম্যাচ জিতলেও লিভারপুলকে ছুঁতে পারবে না গুয়ার্দিওয়ালার দল।

 

করোনা আবহের মধ্যেও সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল সমর্থকরা। গভীর রাত অবধি চলে সেলিব্রেশন। সাত ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লপের দলের টার্গেট এখন ১০০ পয়েন্টে পৌঁছনো।

আরও পড়ুন -ভারত-অস্ট্রেলিয়া সিরিজকে অ্যাসেজের সঙ্গে তুলনা করলেন নাথান লিঁও

.