close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রামে বিরাট-বুমরাহ!

টানা খেলার ধকল থেকে কোহলি, বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

Sukhendu Sarkar | Updated: Jun 24, 2019, 04:54 PM IST
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রামে বিরাট-বুমরাহ!

নিজস্ব প্রতিবেদন : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রামে বিরাট-বুমরাহ! চমকে যাচ্ছেন তো! বৃহস্পতিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং জশপ্রীত বুমরাহ বিশ্রামে যাচ্ছেন না। বিশ্বকাপের পরই ক্যারিবিয়ান সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের ফরম্যাটে বিরাট কোহলি ও বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।

বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরে তিনটি করে টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ খেলবে ভারত। সঙ্গে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। টানা খেলার ধকল থেকে কোহলি, বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে সীমিত ওভারের ক্রিকেটে তাঁদের বিশ্রাম দিলেও টেস্ট সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন দুজনেই। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন বোর্ডের এক আধিকারিক।

আরও পড়ুন - দেউলিয়া বরিস বেকার! ঋণ শোধ করতে ট্রফি-স্মারক নিলামে তুললেন জার্মান টেনিস তারকা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করতে চলেছে ভারত। ২২ অগাস্ট অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট।