বিশ্বকাপে পাক ম্যাচে ভারতীয়দের মধ্যে প্রথম শতরানের নজির কোহলির
বিশ্বকাপে পাক ম্যাচে প্রথম শতরান করে কোহলি ছুঁয়ে ফেললেন সৌরভ গাঙ্গুলির রেকর্ডও ।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে প্রথম শতরান করার নজির গড়লেন বিরাট কোহলি। পাশাপাশি বিশ্বকাপে পাক দলের ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিক রানের নজিরও গড়লেন তিনি। এর আগে সচিন তেন্ডুলকরের করা আটানব্বই রান ছিল ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯৮ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। কোহলি অ্যাডিলেডে করলেন ১০৭ রান। এর সঙ্গে কোহলি একদিনের ক্রিকেটে ২৪ তম শতরান করে ছুঁয়ে ফেললেন সৌরভ গাঙ্গুলির রেকর্ড। ভারতীয়দের মধ্যে এখন তার আগে রইলেন শুধুমাত্র সচিন তেন্ডুলকর। সচিন একদিনের ক্রিকেটে করেছেন ৪৯টি শতরান।
অ্যাডিলেডে একদিনের ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসাবে শতরান করার নজিরও গড়লেন ভারতের সহঅধিনায়ক। এর আগে এই মাঠে শতরান করেছিলেন সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ।