IPL 2020: ইডেনে চেন্নাই বনাম কলকাতা ম্যাচ কবে? KKR-এর সম্পূর্ণ সূচি দেখে নিন

উদ্বোধনী ম্যাচে ওয়াংখেড়েতে রোহিত শর্মার মুম্বইয়ের মুখোমুখি হবে ধোনির চেন্নাই।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 17, 2020, 01:57 PM IST
IPL 2020: ইডেনে চেন্নাই বনাম কলকাতা ম্যাচ কবে? KKR-এর সম্পূর্ণ সূচি দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: পূর্ব ঘোষণা মতোই ২৯ মার্চ শুরু হতে চলেছে ২০২০ সালের আইপিএল। উদ্বোধনী ম্যাচে ওয়াংখেড়েতে রোহিত শর্মার মুম্বইয়ের মুখোমুখি হবে ধোনির চেন্নাই। কলকাতা আইপিএলে অভিযান শুরু করছে ৩১ মার্চ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ বিরাট কোহলির বেঙ্গালুরু। ঘরের মাঠে ইডেনে নাইটদের প্রথম ম্যাচ ৩ এপ্রিল, দিল্লির বিরুদ্ধে। ৬ এপ্রিল ইডেনে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে কিং খানের কেকেআর।

এক নজরে দেখে নিন এবারের আইপিএল-এ নাইটদের সম্পূর্ণ সূচি:

আইপিএল ২০২০: কেকেআর-এর সূচি
 দিন প্রতিপক্ষ সময় ভেনু
৩১ মার্চ, মঙ্গলবার আরসিবি রাত ৮:০০ টা বেঙ্গালুরু
৩ এপ্রিল, শুক্রবার দিল্লি রাত ৮:০০ টা কলকাতা
৬ এপ্রিল, সোমবার চেন্নাই রাত ৮:০০ টা কলকাতা
৯ এপ্রিল, বৃহস্পতিবার রাজস্থান রাত ৮:০০ টা

জয়পুর/গুয়াহাটি

১২ এপ্রিল, রবিবার মুম্বই রাত ৮:০০ টা কলকাতা
১৬ এপ্রিল, বৃহস্পতিবার হায়দরাবাদ রাত ৮:০০ টা হায়দরাবাদ
১৯ এপ্রিল, রবিবার দিল্লি বিকেল ৪:০০ টা দিল্লি
২৩ এপ্রিল, বৃহস্পতিবার পঞ্জাব রাত ৮:০০ টা কলকাতা
২৬ এপ্রিল, রবিবার পঞ্জাব বিকেল ৪:০০ টা মোহালি
২৮ এপ্রিল, মঙ্গলবার মুম্বই রাত ৮:০০ টা মুম্বই
২ মে, শনিবার রাজস্থান রাত ৮:০০ টা কলকাতা
৭ মে, বৃহস্পতিবার চেন্নাই রাত ৮:০০ টা চেন্নাই
১০ মে, রবিবার আরসিবি রাত ৮:০০ টা কলকাতা
১৫ মে, শুক্রবার হায়দরাবাদ রাত ৮:০০ টা কলকাতা

 

আরও পড়ুন - শুক্রবার বিশ্বকাপ অভিযান শুরু হ্যারিদের, ভারতীয় সময়ে দেখে নিন টি-২০ বিশ্বকাপের সূচি

.