কুলদীপের ভেল্কিতে ঘোল খেল ব্রিটিশরা

৫০ ওভারের শেষে সব উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৬৮।

Updated By: Jul 12, 2018, 09:09 PM IST
কুলদীপের ভেল্কিতে ঘোল খেল ব্রিটিশরা

নিজস্ব প্রতিবেদন: স্পিনেই আটকাল ব্রিটিশ ব্যাটিং। কুলচা জুটির কাছেই মুখ থুবড়ে পড়ল গোটা ইংল্যান্ড দল। কুলদীপের কব্জির মোচড়ে মুষরে গেলেন জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুটরা। এদিন এগারো ব্রিটিশের প্রথম সাত জনই শিকার হলেন স্পিনের। দশ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন কুলদীপ যাদব। ১টি উইকেট নিজের দখলে রাখলেন ভারতীয় স্পিন জুটির লেগ স্পিনার চহাল।

আরও পড়ুন- ‘বিরাট এই মুহূর্তে বিশ্বসেরা, কারণ স্মিথ নির্বাসিত’

এদিন নর্টিংহামে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফাস্ট বোলারদের বিরুদ্ধে শুরুটা ভাল করলেও স্পিন শুরু হতেই নড়বড়ে হয়ে পড়েন দুই ওপেনারই। জেসন রয়, জনি বেয়ারস্টোর জুটি ভাঙেন কুলদীপ। ওপেনাররা আউট হওয়ার পর অল্প রানেই ফেরেন রুট এবং মর্গ্যানও। একটা সময় ১০০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর বেন স্টোকস (৫০) এবং জস বাটলার (৫৩) দলের হাল ধরেন। তারপর এই দুই ব্যাটসম্যানের উইকেটও নেন কুলদীপ। তবে শেষের দিকে ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন আদিল রশিদ। তাঁকে ফেরান উমেশ যাদব। ৫০ ওভারের শেষে সব উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৬৮।

আরও পড়ুন- দল বিশ্বকাপ ফাইনালে, চরম অখুশি ক্রোট স্ট্রাইকার!

.