'শেষের কবিতা'র শহরে প্রথম হওয়ার গল্প লিখতে চায় লাল-হলুদ

'শেষের কবিতা'র শহরে ৩ পয়েন্টের অঙ্ক কষছে লাল-হলুদ ব্রিগেড। সোমবার শিলং লাজংকে হারাতে পারলেই আবার আই লিগের পয়েন্ট টেবিলের চূড়ায় পৌঁছে যাবে খালিদ জামিলের দল।

Updated By: Mar 4, 2018, 07:00 PM IST
'শেষের কবিতা'র শহরে প্রথম হওয়ার গল্প লিখতে চায় লাল-হলুদ

ওয়েব ডেস্ক : 'শেষের কবিতা'র শহরে ৩ পয়েন্টের অঙ্ক কষছে লাল-হলুদ ব্রিগেড। আই লিগে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। ১৪ বছর পর আই লিগ জিততে লাল-হলুদের সামনে খুব সহজ অঙ্কের সমীকরণ- লিগের বাকি দু'টো ম্যাচ জিততেই হবে। বাকি ২টি ম্যাচের প্রথমটি সোমবার শিলং লাজংয়ের বিরুদ্ধে শিলংয়ের মাঠেই। শিলং লাজংকে হারাতে পারলেই আবার আই লিগের পয়েন্ট টেবিলের চূড়ায় পৌঁছে যাবে খালিদ জামিলের দল।

শুক্রবারই পাহাড়ে পৌঁছে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। শনিবার সন্ধেয় মূল স্টেডিয়ামে ঘন্টাখানেক অনুশীলন করেন আমনা-কাটসুমিরা। রবিবার সকালে মূল স্টেডিয়ামের পাশে সিন্থেটিক টার্ফের মাঠে অনুশীলন করে লাল-হলুদ ব্রিগেড। অনুশীলনের শুরুতে ফুটবলারদের ওপর চাপ কাটাতে এক অভিনব হাসির খেলার আয়োজন করেছিলেন কোচ খালিদ জামিল।

লিগের শেষ ম্যাচে ঘরের মাঠে জিততে মরিয়া শিলং লাজংও। এমনিতেই শিলং লাজং, ইস্টবেঙ্গলের বরাবরের শক্ত গাঁট। লাল-হলুদ ফুটবলারদের চোখে মুখে শুধুই যুদ্ধ জয়ের সংকল্প। সহকারী কোচ রঞ্জন চৌধুরী ও দলের ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্য রবিবার ডিফেন্ডারদের করে আলাদা অনুশীলনও করান।   

সাংবাদিক সন্মেলনে কোচ খালিদ জামিল বলেন , 'আইলিগের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ । লাজং শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের ১০০ শতাংশ দিতে হবে । মাঠের ভিতর ফুটবলারদের শুধু ফুটবলে মনোসংযোগ করতে হবে। ওরাও এই ম্যাচের গুরত্ব জানে । ৩ পয়েন্ট পেতে দৃঢ়প্রতিজ্ঞ সকলেই। '' এডুর না থাকা প্রসঙ্গে কোচ জানান, "আই লিগের শুরু থেকে এডু ধারাবাহিকভাবে ভাল খেলেছে । ওকে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ক্ষতি । তবে বাকিরাও তৈরি । সালাম- অর্ণব-গুরবিন্দর ভারতের সেরা ডিফেন্ডারদের মধ্যে অন্যতম।"

আরও পড়ুন- কোহলির পথেই কার্তিক

দলের জাপানি মিডিও কাটসুমির মতে, "এই ম্যাচটা জিততে না পারলে পুরো মরসুমের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আমরা সবাই নিজেদের মধ্যে কথা বলেছি। ৩ পয়েন্ট ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না। "

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

.