ইউএস ওপেনে স্বমহিমায় লিয়েন্ডার

ইউএস ওপেনে বাকি ভারতীয়দের ব্যর্থতার মাঝে উজ্জ্বল লিয়েন্ডার পেজ। ডাবলস, মিক্সড ডাবলস দুই বিভাগেরই শেষ আটে উঠেছেন লিয়েন্ডার। ডাবলসে রাদেক স্টেপানিককে সঙ্গী করে লিয়েন্ডার তাঁর চতুর্থ ইউএস ওপেন খেতাব জয়ের লক্ষ্যে এগোলেন।

Updated By: Sep 3, 2012, 02:35 PM IST

ইউএস ওপেনে বাকি ভারতীয়দের ব্যর্থতার মাঝে উজ্জ্বল লিয়েন্ডার পেজ। ডাবলস, মিক্সড ডাবলস দুই বিভাগেরই শেষ আটে উঠেছেন লিয়েন্ডার। ডাবলসে রাদেক স্টেপানিককে সঙ্গী করে লিয়েন্ডার তাঁর চতুর্থ ইউএস ওপেন খেতাব জয়ের লক্ষ্যে এগোলেন। চতুর্থ রাউন্ডের ম্যাচে লিয়েন্ডার-স্টেপানিক জুটি ৬-১, ৬-৩ হারালেন জেসি লেভাইন-মারিনকদ মাতোসেভিচ জুটিকে। লিয়েন্ডার-স্টেপানিক সেমিফাইনালে উঠতে হলে হারাতে হবে তৃতীয় বাছাই রবার্ট লিনডসটেড-হরিয়া টেকাউয়ের বিরুদ্ধে। মিক্সড ডাবলসে রাশিয়ার এলিনা ভেসনিনাকে সঙ্গী করে
লিয়েন্ডার উঠলেন কোয়ার্টার ফাইনালে।
পেজ-ভেসনিনা জুটি ৪-৬, ৬-৪, ৬-১ হারালেন অ্যাবিগেল স্পিয়ার্স-স্কট লিপস্কাইকে। বোপান্না-জেং জুটি মিক্সড ডাবলসে প্রথম রাউন্ডেই হেরেছেন। ডাবলসে সানিয়া-বেথানি জুড়িও বিদায় নিয়েছেন। তবে মিক্সড ডাবলসে সানিয়া-কলিন জুটি এগোলো।
এ দিকে, মারিয়া শারাপোভা ছ`বছর পর ইউএস ওপেনের শেষ আটে উঠলেন। কেরিয়ারের শেষ প্রতিযোগিতায় নেমে চতুর্থ রাউন্ডে উঠলেন অ্যান্ডি রডিক।
চতুর্থ রাউন্ডে শারাপোভা ৬-১, ৪-৬, ৬-৪ হারালেন নাদিয়া পেত্রোভাকে। কোয়ার্টার ফাইনালে রাশিয়ান সুন্দরীর সামনে ফ্রান্সের মারিয়ান বার্তোলি। পুরুষদের সিঙ্গলসে জকোভিচ চতুর্থ রাউন্ডে উঠলেন।
মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনাল লাইনআপ:
শারাপোভা বনাম বার্তোলি
আজারেঙ্কা বনাম স্তোসুর

.