বাগানের শহরে জয়ের ফুল ফোটাতে চাই ২৬১ রান

বেঙ্গালুরু টেস্ট জিতে সিরিজের দখল নিতে ভারতকে করতে হবে ২৬১ রান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৮ রানে। গতকালের রানের সঙ্গে কিউইদের শেষ উইকেট এ দিন যোগ করে ১৬ রান।

Updated By: Sep 3, 2012, 10:14 AM IST

নিউজিল্যান্ড: ৩৬৫,২৪৮। ভারত: ৩৫৩, ৮৮/২
বেঙ্গালুরু টেস্ট জিতে সিরিজের দখল নিতে ভারতকে করতে হবে ২৬১ রান। ম্যাচের চতুর্থ দিনে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৮ রানে। গতকালের রানের সঙ্গে কিউইদের শেষ উইকেট এ দিন যোগ করে ১৬ রান। প্রথম ইনিংসে রস টেলরের দল এগিয়ে ছিল ১২রানে। সমিত প্যাটেলকে আউট করে কিউই ইনিংসে ইতি টানেন জাহির খান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড় তোলা শুরু করেন বীরেন্দ্র সেওয়াগ-গৌতম গম্ভীর। তবে সেওয়াগ (৩৮), গৌতম গম্ভীর (৩৪) দু'জনেই আউট হয়ে গেছেন। জয় থেকে ভারত আর ১৭০ রান দূরে, হাতে ৮ উইকেট।

.