লকডাউনে প্রযুক্তির সাহায্যে হয়ে গেল আস্ত একটা ক্যারাটে টুর্নামেন্ট
প্রথমবার ই-কাতা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় কার্যত ফুলস্টপ পড়ে গিয়েছে। করোনার ধাক্কায় বল গড়াচ্ছে না কোনও মাঠেই। টোকিও অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে গেছে। পিছিয়ে গিয়েছে ইউরো কাপ, কোপা আমেরিকার মতো ইভেন্টও। স্থগিত ফরাসি ওপেন, উইম্বলডনের মতো টেনিসের গ্র্যান্ডস্ল্যামের আসর। ভারতের মতো বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতেও প্রযুক্তির সাহায্য নিয়ে আস্ত একটা ক্যারাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল।
প্রথমবার ই-কাতা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। লকডাউনে সবাই যখন গৃহবন্দি তখন সময় নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগিয়ে ঘরবন্দি ফিটনেটকে অটুট রাখার এক প্রয়াস। অ্যাপ এর সামনে সরাসরি কাতা পারফর্ম করলেন প্রতিযোগীরা। গজুকাই তাকুজি কানবুকান আর ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর অন্তর্গত আরও কয়েকটি সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা শেনসি দীপক কুমার শ।
আরও পড়ুন - দেশের অ্যামেচার ক্লাবদের আর্থিক সাহায্য রোনাল্ডো এবং পর্তুগাল দলের