Watch | Lionel Messi: সেলিব্রেশন থামছেই না মেসির! নেচে-গেয়ে মাতালেন ভাইঝির জন্মদিন
Lionel Messi: লিওনেল মেসি আছেন জন্মভূমি আর্জেন্টিনাতেই। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। উইন্টার ব্রেকে প্রিয় ইবিজাতে যাননি তিনি। সম্প্রতি রোজারিওতে ভাইয়ের মেয়ের জন্মদিনের পার্টিতে নেচে-গেয়ে মাতিয়ে দিলেন লিও। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৪ বিশ্বকাপ। ট্রফির অত্যন্ত কাছে এসেও লিওনেল মেসি (Lionel Messi) ছুঁয়ে দেখতে পারেননি কাপ। জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। সেই যন্ত্রণা বুকে বয়েছেন আরও আট বছর। অবশেষে ২০২২ সালে এসে অধরা কাপ ছুঁতে পেরেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বৃত্ত সম্পূর্ণ। রোজারিওর ছোট্ট বাচ্চাটা আজ ফুটবল ইতিহাসে। এলএম টেনের (LM10) কাপ জয়ের সেলিব্রেশন যেন থামছে না। আপাতত উইন্টার ব্রেকে তিনি। পিএসজি-তে (PSG) যোগ দেননি তিনি। রোজারিওতে আছেন তিনি। ভাইঝির ১৫ তম জন্মদিনের পার্টিতে একেবারে অন্য় মুডেই পাওয়া গেল মেসিকে। স্ত্রী অ্যান্তোনেলা রোকুজোর (Antonela Roccuzzo) সঙ্গে নেচে গেয়ে মাতিয়ে দিলেন লিও। জন্মদিনেও সেই চেনা 'মুচাচোস' শোনা গেল মেসির মুখে।
আরও পড়ুন: Lionel Messi: মেসিই আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট! ভোটে পিছনে ফেললেন দেশের সকল রাজনীতিবিদদের
কাতার বিশ্বকাপে মেসিদের তাতানোর জন্য ফ্যানরা 'মুচাচোস' গান বেঁধেছিলেন। যা সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হয়ে যায়। যে গানের প্রথম লাইন 'আই ওয়াজ বর্ন ইন আর্জেন্টিনা, ল্যান্ড অফ দিয়েগো অ্যান্ড লিওনেল'কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। লুসেল স্টেডিয়ামে মহাকাব্যিক ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব। বিশ্বজয়ী আর্জেন্টিনা দেশে ফিরে আবেগের সুনামিতে ভেসে গিয়েছিল।জন সুনামির মধ্যে দিয়েই মেসিদের হুডখোলা বাস এগিয়ে যায়। আর্জেন্টিনায় রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। মেসিদের ঝলক পাওয়ার জন্য লাখো লাখো মানুষ উদ্বেল হয়ে গিয়েছিলেন। এটাই স্বাভাবিক।