Kolkata Derby: সবুজ-মেরুনের ছয়ে ছয়! কী বলছে পরিসংখ্যান

এই নিয়ে ৩৮৩টি ডার্বি খেলল ইস্ট-মোহনের। তার মধ্যে ১২৩টি ম্যাচ জয়ের মুখ দেখল সুবজ-মেরুন। যদি এগিয়ে লাল-হলুদই। ১৩৬টি ম্যাচ জিতেছে তারা। ডুরান্ড কাপের পরিসংখ্যান বলছে, এই নিয়ে ২০টি ডার্বি হল। 

Updated By: Aug 28, 2022, 10:51 PM IST
Kolkata Derby: সবুজ-মেরুনের ছয়ে ছয়! কী বলছে পরিসংখ্যান

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এই নিয়ে ৩৮৩টি ডার্বি খেলল ইস্ট-মোহনের। তার মধ্যে ১২৩টি ম্যাচ জয়ের মুখ দেখল সুবজ-মেরুন। যদি এগিয়ে লাল-হলুদই। ১৩৬টি ম্যাচ জিতেছে তারা। ডুরান্ড কাপের পরিসংখ্যান বলছে, এই নিয়ে ২০টি ডার্বি হল। ইমামি ইস্টবেঙ্গল আটটি ম্যাচে জিতেছে। এটিকে মোহনবাগানের জয়ের সংখ্যা সাত।
 
শেষবার লাল-হলুদ ডার্বি জিতেছিল ২০১৯-এর ২৭ জানুয়ারি। তারপর থেকে জয় অধরা। আই-লিগের সেই ম্যাচ ২-০ জিতেছিল লাল-হলুদ

এরপর ২০২৯-এর সেপ্টেম্বরে কলকাতা লিগের ম্যাচ গোলশূন্য ড্র হয়। 

এরপর ২০২০-র ১৯ জানুয়ারি ২-১ জেতে মোহনবাগান। 

তারপর থেকে হাফ ডজন ডার্বি জিতল সবুজ-মেরুন । 

আইএসএলের চারটি ম্যাচে এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী দল

 ২-০, ৩-১, ৩-০, ৩-১ ব্যবধানে যথাক্রমে জেতে মেরিনার্স।

এরপর ২০২২-এর ডুরান্ড কাপ। এটিকে মোহনবাগান ১-০ হারাল ইমামি ইস্টবেঙ্গলকে।

তাহলে হিসাব বলছে যে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বড় ম্যাচে দাপট দেখিয়েছে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব।

আরও পড়ুন: Kolkata Derby, Durand Cup 2022: টানা হাফ ডজন ডার্বি হারল লাল-হলুদ! আত্মঘাতী গোলে জয় সবুজ-মেরুনের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.