প্রকাশিত হল রাশিয়া বিশ্বকাপের থিম সং, মনে ধরল কি?

আবার গানে ফিরলেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। একেবারে রাশিয়া বিশ্বকাপের থিম সং নিয়ে হাজির তিনি। স্মিথ একা নন বিশ্বকাপের থিম সং গেয়েছেন আরও দুই তারকা।

Updated By: May 25, 2018, 04:16 PM IST
প্রকাশিত হল রাশিয়া বিশ্বকাপের থিম সং, মনে ধরল কি?
সৌজন্যে- ফিফা

নিজস্ব প্রতিবেদন :  ২০১০ সালে শাকিরার 'ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)' কিংবা ২০১৪ সালে পিটবুল, জেনিফার লোপেজের 'উই আর ওয়ান (ওলে ওলা)' তেই মেতে উঠেছিল ফুটবল বিশ্ব। ২০১৮ সালে রাশিয়া মাততে চলেছে উইল স্মিথের 'লিভ ইট আপ'-এ। শুক্রবার রাশিয়া বিশ্বকাপের থিম সং-র আনুষ্ঠানিক প্রকাশ করল ফিফা।

নয়ের দশকে গান গাইতেন, মাঝে পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করেছিলেন তিনি। আবার গানে ফিরলেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। একেবারে রাশিয়া বিশ্বকাপের থিম সং নিয়ে হাজির তিনি। স্মিথ একা নন বিশ্বকাপের থিম সং গেয়েছেন আরও দুই তারকা। কসোভোর পপ গায়িকা ইরা ইস্ত্রেফি এবং কলম্বিয়ান রেগেটন স্টার নিকি জ্যাম।

২০১০ এবং ২০১৪ সালের পর এবারও বিশ্বকাপের থিম সং-র প্রযোজনা করছেন সেই মার্কিন ডিজে ডিপ্লো। ১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি। বিশ্বকাপের আনুষ্ঠানিক মিউজিক ভিডিও ৭জুন প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

আরও পড়ুন- বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের টিম বাসের স্লোগান প্রকাশ করল ফিফা

.