লাইভ স্কোর নিজস্ব ওয়েবসাইটে চালু করার ব্যবস্থা করছে সিএবি

Updated By: Nov 11, 2016, 06:53 PM IST
 লাইভ স্কোর নিজস্ব ওয়েবসাইটে চালু করার ব্যবস্থা করছে সিএবি

ব্যুরো: সিএবির প্রথম ডিভিসন লিগের খেলার লাইভ স্কোর নিজস্ব ওয়েবসাইটে চালু করার ব্যবস্থা করছে সিএবি। 

এক শীর্ষ কর্তা জানিয়েছেন এবছরে বেশ কয়েকটি ম্যাচের লাইভ আপডেট যাতে ওয়েবসাইটের মাধ্যমে দর্শকদের কাছে পৌছে দেওয়া যায় তা নিয়ে একটি সংস্থার সঙ্গে কথা হয়েছে। স্কোরারদের এব্যাপারে একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এবারের সিএবির লিগ ম্যাচ তিন দিনের হবে। নয় অথবা দশই ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম ডিভিসন লিগ। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে ওয়েবসাইটে যাতে স্কোরের লাইভ আপডেটের ব্যবস্থা করা যায় তার জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে।

.