৪৩ম্যাচ পর অ্যানফিল্ডে হার লিভারপুলের, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়নদের
অতিরিক্ত সময়ে শুরুতেই ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল।
![৪৩ম্যাচ পর অ্যানফিল্ডে হার লিভারপুলের, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়নদের ৪৩ম্যাচ পর অ্যানফিল্ডে হার লিভারপুলের, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়নদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/12/239029-uclliv.jpg)
নিজস্ব প্রতিবেদন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল লিভারপুলকে। ঘরের মাঠেও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে গেল ক্লপের দল। গতবারের চ্যাম্পিয়নদের বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
Atlético ended Liverpool's 25-match unbeaten home run in European games (W18 D7) to reach last 8.#UCL pic.twitter.com/1Z1xcCqcYB
— UEFA Champions League (@ChampionsLeague) March 11, 2020
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল অ্যাটলেটিকো। বুধবার অ্যানফিল্ডে রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল লিভারপুল আর অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতির আগেই উইনালডামের গোলে এগিয়ে যায় লিভারপুল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল লিভারপুলের পক্ষে ১-০। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ১-১। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
Holders Liverpool bow out after an unforgettable spell in the competition #UCL pic.twitter.com/7FwGtGyKpp
— UEFA Champions League (@ChampionsLeague) March 11, 2020
অতিরিক্ত সময়ে শুরুতেই ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। তিন মিনিট পরেই মার্কোস লরেন্তের গোলে ব্যবধান কমায় লিভারপুল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের লরেন্তের গোলে স্কোরলাইন ২-২ হয়। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আলভারো মোরাতার গোলে জয় ছিনিয়ে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন বছরে অ্যানফিল্ডে প্রথম হার লিভারপুলের। ঘরের মাঠে ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ক্লপের দল।
আরও পড়ুন - ডার্বির আগেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানকে সংবর্ধনা দেবে রাজ্যসরকার