ডার্বির আগেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানকে সংবর্ধনা দেবে রাজ্যসরকার
আই লিগ ট্রফি হাতে পেতে দেরি আছে কিন্তু তার আগেই রাজ্য সরকারের সংবর্ধনা পেতে চলেছেন ফ্রান-সাইরাস-তুসোনভরা।
নিজস্ব প্রতিবেদন: শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের হাত ধরে দ্বিতীয়বার আই লিগ এসেছে বাংলায়। চার ম্যাচ বাকি থাকতে আই লিগ জিতে মোহনবাগান শুধু বাংলার সম্মান রক্ষা করে নি। বাংলা ফুটবলের মরা গাঙে জোয়ার নিয়ে এসেছে। মোহনবাগানের এমন সাফল্যকে কুর্নিশ জানাতে চলেছে রাজ্য সরকার। ডার্বির আগেই বাবা-বেইটিয়াদের সংবর্ধনা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
Colours of joy. Colours of delight. Colours of victory #MBAFC #HeroILeague #LeagueForAll #IndianFootball pic.twitter.com/6kSgnm4lrI
— Hero I-League (@ILeagueOfficial) March 10, 2020
রবিবার বড় ম্যাচ। কিন্তু তাতে কি! বড় ম্যাচের দু দিন আগেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানকে জমকালো সংবর্ধনা দিতে চলেছে রাজ্য সরকার। ১৩ মার্চ, শুক্রবার নেতাজী ইনডোর স্টেডিয়ামে সবুজ-মেরুন ফুটবলারদের সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই লিগ ট্রফি হাতে পেতে দেরি আছে কিন্তু তার আগেই রাজ্য সরকারের সংবর্ধনা পেতে চলেছেন ফ্রান-সাইরাস-তুসোনভরা।
আরও পড়ুন - পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়া অত সহজ নয়! ভিডিয়ো বার্তায় অভিনন্দন বাগানের সবুজ তোতার