লকডাউনে কর্মহীন, অসহায় বহু মানুষ! খাবারভর্তি প্যাকেট বিতরণ করলেন বাংলাদেশের লিটন দাস
পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। তাঁরাও করোনার মোকাবিলায় তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন— সাধ্যের মধ্যে যতটুকু করা যায়! করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকারা। রোনাল্ডো তাঁর নিজের বিলাসবহুল দুটি হোটেল হাসপাতালে রূপান্তরিত করার অনুমতি দিয়েছেন। স্পেনের স্বাস্থ্য খাতে মেসি দান করেছেন ১ মিলিয়ন ইউরো। করোনার বিরুদ্ধে এগিয়ে এসেছেন টেনিস তারকা রজার ফেডেরার। অর্থ দান করেছেন তিনিও। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। তাঁরাও করোনার মোকাবিলায় তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের উইকেটকিপার—ব্যাটসম্যান লিটন দাস ফেসবুক পোস্ট—এর মাধ্যমে সবার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। এবার লিটনের আরও বড় পদক্ষেপের কথা জানালেন তাঁর স্ত্রী সঞ্চিতা।
আরে পড়ুন— লকডাউন কাকে বলে! গোটা দেশকে শিখিয়ে দেওয়ার মতো উদাহরণ তৈরি করেছে এই গ্রাম
পলিথিনের প্যাকেটে রাখা খাবারের ছবি পোস্ট করে লিটনের স্ত্রী ফেসবুকে লিখেছেন, ''এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। আমাদের সাহায্য করারও কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতখানি পেরেছি, কেনার চেষ্টা করেছি। এই কাজটা মোটেও সহজ ছিল না, ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এখন ঘরে নিজেকে আটকে রাখার সময়। দয়া করে অন্যদের সাহায্য করতে যা যা সম্ভব করুন। আপনার এই সাহায্য বাকিদের জীবনে আশীর্বাদ বয়ে আনুক।'' আর এই পোস্টের শেষে লিটনের সাহায্যের কথা উল্লেখ করেছেন সঞ্চিতা। লিখেছেন, ''এই দুর্যোগের সময় তুমি যেভাবে আমাকে সাহায্য করলে সেটা কোনওদিন ভোলবার নয়। ধন্যবাদ।'' প্রসঙ্গত, বাংলাদেশে ইতিমধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। শেখ হাসিনার সরকার ইতিমধ্যে কমিউনিটি সংক্রমণের আশঙ্কা করতে শুরু করেছে।