একগাদা নতুন মুখ নিয়ে বিশ্বকাপে নামবে পাকিস্তান
খুরাম মনজুর। আসন্ন টি২০ বিশ্বকাপ দলে পাকিস্তান দলে তাঁকে রাখা হয়েছে। অথচ দেশের হয়ে কোনওদিন টি২০ খেলেননি। পাকিস্তানের ক্রিকেট লিগেও (পিএসএল) কোনও ক্লাব তাঁকে কেনেনি। অথচ দলে রাখা হল না আহমেদ শেহজাদকে। পাকিস্তানের বিশ্বকাপ দলে এমনই সব চমক থাকল। এমন দুই ক্রিকেটারকে দলে রাখা হয়েছে যারা কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তারা হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মহম্মদ নওয়াজ, অলরাউন্ডার রুমান রাইস। আবার এমন দুই ক্রিকেটারকে দলে রাখা হয়েছে যারা কোনও দিন দেশের হয়ে টি২০ খেলেননি। তারা হলেন ব্যাটসম্যান বাবর আজম, ও খুরাম মনজুর।
ওয়েব ডেস্ক: খুরাম মনজুর। আসন্ন টি২০ বিশ্বকাপ দলে পাকিস্তান দলে তাঁকে রাখা হয়েছে। অথচ দেশের হয়ে কোনওদিন টি২০ খেলেননি। পাকিস্তানের ক্রিকেট লিগেও (পিএসএল) কোনও ক্লাব তাঁকে কেনেনি। অথচ দলে রাখা হল না আহমেদ শেহজাদকে। পাকিস্তানের বিশ্বকাপ দলে এমনই সব চমক থাকল। এমন দুই ক্রিকেটারকে দলে রাখা হয়েছে যারা কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তারা হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মহম্মদ নওয়াজ, অলরাউন্ডার রুমান রাইস। আবার এমন দুই ক্রিকেটারকে দলে রাখা হয়েছে যারা কোনও দিন দেশের হয়ে টি২০ খেলেননি। তারা হলেন ব্যাটসম্যান বাবর আজম, ও খুরাম মনজুর।
দলের নেতৃত্বে দেবেন শাহিদ আফ্রিদি। দলে রাখা হয়েছে গড়াপেটা কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মহম্মদ আমেরকে। দীর্ঘকায় পেস বোলার মহম্মদ ইরফান। ডোপ কেলেঙ্কারিতে ইয়াসির শাহ সাসপেন্ড হওয়ায় দলের স্পিন আক্রমণ বেশ দুর্বল। তবে আমের, রিয়াজ, ইরফানের মত তিন পেস ব্যাটারি দলে উপস্থিতি পাক বোলিং আক্রমণকে দারুণ শক্তিশালী দেখাচ্ছে। বিশ্বকাপে খেলতে দেখা যাবে সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিককেও। এই একই দল আসন্ন এশিয়া কাপেও খেলবে।
তবে দলগঠন হয়ে গেলেও নিরাপত্তা ইস্যুতে পাক দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে পাক বোর্ড।
পাকিস্তান দল- শাহিদ আফ্রিদি (অধিনায়ক), মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সারফারাজ আহমেদ, বাবর আজম, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, মহম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমের, মহম্মদ নওয়াজ, খুরাম মনজুর, রুমান রাইস।
Pakistan squad: Shahid Afridi (c), Mohammed Hafeez, Shoaib Malik, Umar Akmal, Sarfraz Ahmed, Babar Azam, Iftikhar Ahmed, Imad Wasim, Anwar Ali, Mohammad Irfan, Wahab Riaz, Mohammad Amir, Mohammad Nawaz, Khurram Manzoor, Rumman Rais