IPL 2022, Eliminator, LSG vs RCB: ইডেনে হতে পারে একাধিক মাইলস্টোন, রেকর্ডের সামনে বিরাট-হর্ষলরা

আগামিকাল ইডেনে আইপিএল এলিমিনেটর (Eliminator, IPL 2022) । হাইভোল্টেজ ম্যাচে কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। 

Updated By: May 24, 2022, 08:29 PM IST
IPL 2022, Eliminator, LSG vs RCB:  ইডেনে হতে পারে একাধিক মাইলস্টোন, রেকর্ডের সামনে বিরাট-হর্ষলরা
এলএসজি বনাম আরসিবি

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল ইডেনে আইপিএল এলিমিনেটর (Eliminator, IPL 2022) । হাইভোল্টেজ ম্যাচে কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্যায়ে তিনে শেষ করেছিল সঞ্জীব গোয়েঙ্কার আইপিএল অভিষেককারী ফ্র্যাঞ্চাইজি এলএসজি। চতুর্থ দল হিসাবে আইপিএল প্লেঅফ নিশ্চিত করেছে আরসিবি। ফাফদের ঝুলিতে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট। 

দেখে নেওয়া যাক এই ম্যাচে কোন কোন মাইলস্টোনের সামনে কারা:

১) বিরাটের প্রয়োজন আর ৬টি চার। তাহলেই তিনি টি-২০ ক্রিকেটে ৯৫০টি চার মারার নজির গড়বেন।
২) আরসিবি বোলার হর্ষল প্যাটেল যদি আর মাত্র ৮টি রান করতে পারেন, তাহলে তিনি টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করে ফেলবেন।
৩) হর্ষলের প্রয়োজন আর ৪ উইকেট। তাহলেই আইপিএলে ১০০ তম উইকেট স্পর্শ করবেন তিনি।
৪) হর্ষল আর ২ রান করতে পারলেই টি-২০ ক্রিকেটে ১০০ চারের গণ্ডি টপকাবেন।
৫) আরসিবি-র শ্রীলঙ্কার স্পিনার হাসারঙ্গা লখনউয়ের বিরুদ্ধে ১০০ তম টি-২০ ম্যাচ খেলতে নামছেন।
৬) এলএসজি ওপেনার ডি কক আর ৩টি ছয় মারলেই টি-২০ ক্রিকেটে ৩০০ তম ছয়ের ঘরে চলে আসবেন।
৭) এলএসজি পেসার জেসন হোল্ডারের দরকার আর ১টি উইকেট। তাহলেই আইপিএলে তিনি ৫০ উইকেট পেয়ে যাবেন।
৮) এলএসজি পেসার আবেশ খান আর ৪ উইকেট পেলেই আইপিএলে ৫০ উইকেট স্পর্শ করবেন।

দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য় একাদশ

এলএসজি: কুইন্টন ডি কক (Quinton de Kock), অধিনায়ক কেএল রাহুল (KL Rahul), এভিন লুইস (Evin Lewis), দীপক হুডা (Deepak Hooda), ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis), জেসন হোল্ডার (Jason Holder), কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham), মহসিন খান (Mohsin Khan), আবেশ খান (Avesh Khan) ও রবি বিষ্ণোই (Ravi Bishnoi)

আরসিবি: বিরাট কোহলি (Virat Kohli), অধিনায়ক ফাফ দু প্লেসিস (Faf du Plessis), রজত পতিদার (Rajat Patidar), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), দীনেশ কার্তিক (Dinesh Karthik), মহিপাল লোমরোর (Mahipal Lomror), শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed), ওয়ানিন্দু  হাসারঙ্গা (Wanindu Hasranga), হর্ষল প্য়াটেল (Harshal Patel), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জোশ হ্যাজলেউড (Josh Hazlewood)

আরও পড়ুন: AB de Villiers: কোহলির খবরেই সিলমোহর! আইপিএল প্রত্যাবর্তন নিশ্চিত করলেন এবিডি

আরও পড়ুনVirender Sehwag: 'বাদ না পড়লে ১০ হাজারের ওপর টেস্ট রান করতাম'! বিস্ফোরক বীরুর নিশানায় কে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.