Women’s Budding T20 Challenger Cup: রানি রাসমনিকে হারিয়ে চ্যাম্পিয়ন মা সারদা!
প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়ার স্মরণে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। নাম, NCC Budding Women’s Budding T20 Challenger Cup। রাজ্যের বিভিন্ন প্রায় থেকে মহিলাদের ৮ ক্রিকেট দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শেষ হল আজ, বৃহস্পতিবার। অংশগ্রহণকারী দলগুলি প্রতিনিধিত্ব করলেন ১৩০ জন ক্রিকেটার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: NCC Budding Women’s Budding T20 Challenger Cup 2024-এ চ্য়াম্পিয়ন হল মা সারদা। ফাইনালে রানি রাসমণিকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা।
প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়ার স্মরণে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। নাম, NCC Budding Women’s Budding T20 Challenger Cup। রাজ্যের বিভিন্ন প্রায় থেকে মহিলাদের ৮ ক্রিকেট দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শেষ হল আজ, বৃহস্পতিবার। অংশগ্রহণকারী দলগুলি প্রতিনিধিত্ব করলেন ১৩০ জন ক্রিকেটার।
টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে সবকটি খেলা অনুষ্ঠিত হয় কলকাতার রাজস্থান। ফাইনাল খেলা হল হাওড়ার গুলমোহর মাঠে। মুখোমুখি হয়েছিল মা সারদা ও রানী রাসমনি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রানি রাসমনির অধিনায়ক। কিন্ত ম্যাচে আগাগোড়া আধিপত্য ছিল প্রতিপক্ষেরই। দাপট দেখালেন মা সারদার স্পিন ও পেস বোলাররা। মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় রানি রাসমনি। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় মা সারদা.
আরও পড়ুন: Wasim Akram: 'আইপিএলে টাকা নাও, ধ্বংস হয়ে যাও'! কোন হতাশায় বিস্ফোরক প্রাক্তন নাইট?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)