সাত সকালে হাওড়া স্টেশনে মাহি

সদ্য আইপিএলে পুনে দলের অধিনায়কত্ব খুইয়েছেন। তাতে কী? ধোনি আছেন ধোনিতেই। বিজয় হাজারে ট্রফি খেলতে আজ সকালে রাঁচি থেকে হাওড়া  এলেন ধোনি। তবে বিমানে নয়, সতীর্থদের সঙ্গে একই ট্রেনে। সাত সকালে ক্যাপ্টেন কুলকে পেয়ে কলতানে আরও মুখর হল ব্যাস্ত হাওড়া স্টেশন।

Updated By: Feb 22, 2017, 10:43 AM IST
সাত সকালে হাওড়া স্টেশনে মাহি

ওয়েব ডেস্ক: সদ্য আইপিএলে পুনে দলের অধিনায়কত্ব খুইয়েছেন। তাতে কী? ধোনি আছেন ধোনিতেই। বিজয় হাজারে ট্রফি খেলতে আজ সকালে রাঁচি থেকে হাওড়া  এলেন ধোনি। তবে বিমানে নয়, সতীর্থদের সঙ্গে একই ট্রেনে। সাত সকালে ক্যাপ্টেন কুলকে পেয়ে কলতানে আরও মুখর হল ব্যাস্ত হাওড়া স্টেশন।

ধোনির ট্রেন এদিন প্ল্যাটফর্ম ছুঁতেই অনুরাগীদের ভিড় জমে যায়। ভিড় ঠেলে নিরাপত্তারক্ষীরা ধোনিকে স্টেশনের বাইরে নিয়ে আসেন। বরাবরই স্রোতের উল্টোদিকে ভাসতে ভালবাসেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তাই তাঁর ইগোকে বাড়িতেই রেখে আসতে পছন্দ করেন। এদিনই তারই প্রমাণ মিলল। (আরও পড়ুন- স্লেজিংয়ের জুজুকে পাত্তা দিচ্ছেন না ভারত)

.