স্লেজিংয়ের জুজুকে পাত্তা দিচ্ছেন না ভারত

Updated By: Feb 21, 2017, 11:08 PM IST
স্লেজিংয়ের জুজুকে পাত্তা দিচ্ছেন না ভারত

ব্যুরো: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দামামা বেজে গেছে। দুদলই শান দিচ্ছে নিজেদের ক্রিকেটীয় অস্ত্রে। টার্গেট আইসিসি টেস্ট RANKING। ভারত শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া। আর  অসিরা চাইছে ভারতের কাছ থেকে এক নম্বর স্থান কেড়ে নিতে। টেস্ট শুরুর আগেই অসিরা স্লেজিংয়ের জুজু দেখাচ্ছে কোহলিদের। তবে ভারতীয় ক্রিকেটাররাও পাত্তা দিচ্ছেন না স্মিথদের হুঙ্কারকে। ভারতীয় দলের সিনিয়র সদস্য অজিঙ্কা রাহানে সপাটে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়ে দিলেন অস্ট্রেলিয়ার স্লেজিংয়ের ছককে। (দশম আইপিলের সবথেকে দামী ক্রিকেটার, অলরাউন্ডার বেন স্টোকস)
                             
রাহানের দাবি অস্ট্রেলিয়া বোলিং অ্যাটাক নিয়ে অহেতুক ভেবে লাভ নেই। বরং নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই সাফল্য আসবে। বৃহস্পতিবার থেকে পুণেতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। (মাত্র ৪টি টোয়েন্টি খেলেই এই ক্রিকেটার দাম পেলেন ১২ কোটি!)

.