সৌরভকে সরিয়ে কেকেআর অধিনায়ক গম্ভীরকে কী বলেছিলেন কিং খান?
গম্ভীরের নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর।
নিজস্ব প্রতিবেদন: ২০১১ সালে সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বভার তুলে দেওয়া হয় গৌতম গম্ভীরকে। যা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। পরে অবশ্য গম্ভীর দলের খোল নলচে পুরোপুলি বদলে ফেলেন। কার কথায় এমনটা সেদিন করেছি্লেন গৌতি? নাইট কর্ণধার কিং খান সেদিন কী বলেছিলেন নতুন নেতা গৌতম গম্ভীরকে?
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর ২০১০ সাল পর্যন্ত সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে একবারও নাইটরা প্লে অফে পৌঁছতে পারেনি। ২০১১ সালে সৌরভকে নেতৃত্ব থেকে সরানো নয় দল থেকেই ছেঁটে ফেলেন শাহরুখ খান। এরপর গম্ভীরের হাতে দলের দায়িত্ব তুলে দেন শাহরুখ। এমনকী গৌতম গম্ভীরের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেই বৈঠকে গম্ভীরকে বিশেষ বার্তাও দেন বলিউড বাদশাহ।
এতদিন পরে গৌতম গম্ভীর জানালেন সেদিন ঠিক কী বলেছিলেন শাহরুখ খান। শাহরুখ গম্ভীরকে বলেছিলেন, "হয় গড় না হয় ভেঙে ফেলো!" তখনই গম্ভীর বলেছিলেন যে, "তিনি যখন কেকেআর ছাড়বেন , তখন দল অন্য উচ্চতায় পৌঁছে যাবে।" গম্ভীরের নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর।
আরও পড়ুন - বিরাটকে স্লেজিং করা আর ভালুককে খোঁচা দেওয়া- একই ব্যাপার