East Bengal: এক বছর ধরে কথা চালালেন কেন? শ্রী সিমেন্টের সিদ্ধান্তে বিরক্ত Mamata

গতবার মুখ্যমন্ত্রীর উদ্যোগেই শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের (East Bengal) পাশে দাঁড়ায় শ্রী সিমেন্ট। আইএসএল খেলার ছাড়পত্র পায় লাল হলুদ।

Updated By: Aug 23, 2021, 05:52 PM IST
East Bengal: এক বছর ধরে কথা চালালেন কেন? শ্রী সিমেন্টের সিদ্ধান্তে বিরক্ত Mamata

নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে চুক্তি করতে আগ্রহী নয় শ্রী সিমেন্ট (Shree Cement)। তাতে আরও কণ্ঠকাকীর্ণ হয়ে গেল লাল-হলুদের আইএসএল খেলার রাস্তা! হরিমোহন বাঙুরের সংস্থার সিদ্ধান্তে যারপরনাই বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তিনি বলেন,'একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে রেখে শেষ মুহূর্তে বলছে আমি কিছু করতে পারব না! এর জন্য আমরা প্রত্যেকে দুঃখিত এবং বিরক্ত।'

গতবার মুখ্যমন্ত্রীর উদ্যোগেই শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের (East Bengal) পাশে দাঁড়ায় শ্রী সিমেন্ট। আইএসএল খেলার ছাড়পত্র পায় লাল হলুদ। এবার শুরু থেকে চুক্তি নিয়ে দু'তরফে টানাপোড়েন চলছে। ২১ জুলাই ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিক্ষোভ দেখান সমর্থকরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ময়দান চত্বরে। ২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' প্রকল্পের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভয় দেন,'চিন্তা নেই হয়ে যাবে। চুক্তি নিয়ে একটু ঝগড়াঝাটি হচ্ছে। একটু মনোমালিন্য হচ্ছে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক।'

শেষ পর্যন্ত চুক্তি জট কাটাতে পারেনি দু'পক্ষই। সোমবার শ্রী সিমেন্ট (Shree Cement) জানিয়ে দেয়, তারা চুক্তি করতে চায় না। এ দিন নবান্নে মুখ্যমন্ত্রীকে এনিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। শ্রী সিমেন্টের সিদ্ধান্তে যে তিনি খুশি নন তা বুঝিয়ে দেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'আমি সিদ্ধান্ত নেওয়ার কে? আপনারা আমায় কেন জিজ্ঞাসা করছেন? আমি কি ক্লাব চালাই? ওদের ক্লাব অথরিটি আছে। তাদের সঙ্গে কথা বলুন। যারা ছিল তারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছে তারা করতে পারবে না। এই শেষ সময়ে! এটা খুব ব্যাড অ্যাটিটিউড। একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে শেষ মুহূর্তে বলছে আমি কিছু করতে পারব না! এর জন্য আমরা প্রত্যেকে দুঃখিত এবং বিরক্ত। তাহলে এক বছর ধরে কথা চালালেন কেন?'

মমতা  (Mamata Banerjee) আরও বলেন,'এমনকি আমার সঙ্গে দেখা করে বলে গিয়েছিল ১৬ তারিখে খুলে দেবে। তারপর এমন কী ঘটল? পিছনে কী রহস্য যে তারা বলে দিচ্ছে পারব না ছেড়ে চলে যাচ্ছি। ইস্টবেঙ্গলের মতো ক্লাব, যার একটা ঐতিহ্য আছে। আমরা চাই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান আইএসএলে খেলুক। মোহনবাগান খেলছে আমরা খুশি। ইস্টবেঙ্গল খেললেও খুশি হব।' ইস্টবেঙ্গল যাতে আইএসএল খেলে সেই চেষ্টা তিনি করবেন বলেও ইঙ্গিত দেন মমতা। তিনি জানান,'আমরা যে বিরক্ত সেটা আমরাও জানাব। সময় কম। তবে দেখি কী হয়! ইস্টবেঙ্গল ক্লাবের বিপদে সবার এগিয়ে আসা উচিত।'

আরও পড়ুুন- বিনা শর্তে East Bengal কে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিচ্ছে Shree Cement!

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.