প্রাক মরশুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দুরন্ত ম্যাঞ্চেষ্টার সিটি

Updated By: Jul 28, 2017, 09:19 AM IST
প্রাক মরশুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দুরন্ত ম্যাঞ্চেষ্টার সিটি

ওয়েব ডেস্ক: প্রাক মরশুমে INTERNATIONAL CHAMPIONS CUP-এ দুরন্ত ম্যাঞ্চেষ্টার সিটি। মার্কিন যুক্তরাষ্ট্রে রিয়াল মাদ্রিদকে চার-এক গোলে হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার  দল। লস অ্যাঞ্জেলসে  মেগা দ্বৈরথের প্রথমার্ধ্যটা ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধ জুড়ে সিটির দাপট। আর তাতেই উড়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গুয়ার্দিওলার দলের প্রথম গোলটা ওটামেন্ডির। রাহেম স্টার্লিংয়ের গোলে এরপর ব্যবধান বাড়ে।

আরও পড়ুন দিল্লিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এর কিছুক্ষণের মধ্যে জন স্টোনসের গোলে সিটির জয় নিশ্চিত হয়ে যায়। নিজে গোল না পেলেও ওটামেন্ডি, স্টোনদের দিয়ে গোল করান বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন দি ব্রুইন। ম্যান সিটির শেষ গোলটা সতেটো বছর বয়সি ব্রামিন  দিয়াজের। সিটির ঝড়ে তখন জিদান ব্রিগেডে রীতিমত ধরাশায়ী। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে রিয়ালের সান্ত্বনার গোলটা অস্কারের।

আরও পড়ুন  ঝুলন গোস্বামীকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল সিএবি

.