পিছিয়ে থেকেও জয়, গ্রুপ শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি

দুই-এক গোলে জিতল ইপিএলের লিডার-রা।

Updated By: Dec 19, 2018, 02:05 PM IST
পিছিয়ে থেকেও জয়, গ্রুপ শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদন: গ্রুপের এক নম্বর দল হিসাবে চ্যাম্পিন্স লিগের নক আউটে পৌছল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে হফেনহাইমের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল পেপ গুয়ার্দিওলার দল। দুই-এক গোলে জিতল ইপিএলের লিডার-রা।

আরও পড়ুন- ডার্বির আগে ইস্টবেঙ্গলে ‘আগুন’, সোনি শঙ্কায় বাগান

সিটির হয়ে জোড়া গোল করেন লেরয় সানে। সিটি জিতলেও অ্যাওয়ে ম্যাচে হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ভ্যালেন্সিয়ার কাছে এক-দুই গোলে হারল মোরিনহো ব্রিগেড। আগেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে পৌছে গেছিল রেড ডেভিলরা। তাই দলে আটটা পরিবর্তন করেছিলেন পর্তুগিজ কোচ। এতগুলো পরিবর্তন করারই খেসারত দিতে হল ম্যান ইউ কোচকে। অন্যদিকে ঘরের মাঠে লজ্জার হার গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। বার্নাবিউতে শূন্য-তিন গোলে হেরে গেলেন সার্গিও র‍্যামোস-রা। ইউরোপীয় প্রতিযোগিতায় ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের অপ্রত্যাশিত হার রোনাল্ডোর জুভেন্টাসেরও। ইয়ং বয়েজের কাছে এক-দুই গোলে হেরে গেলেন রোনাল্ডোরা। একাধিক গোলের সুযোগ নষ্ট করে হতাশ করলেন সিআরসেভেন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগে একযোগে হার রোনাল্ডোর বর্তমান ও প্রাক্তন ক্লাবের

.