মনোজের সেঞ্চুরিতে জয় বাংলার
অধিনায়ক মনোজ তেওয়ারির অধিনায়কোচিত শতরানের সৌজন্যে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলা। গোয়াকে অতি সহজেই আট উইকেটে হারিয়ে দিল বাংলা দল। এদিন টসে জিতে গোয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলার দুই বোলার কনিষ্ক শেঠ ও আমির গনির দাপটে নয় উইকেটে দুশো তেরো রানে অলআউট হয়ে যায় গোয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীবত্স গোস্বামী ও সুদীপ চ্যাটার্জির উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। কিন্তু মনোজ তেওয়ারি ও অভিমন্যু ইশ্বরণ বিপর্যয় কাটিয়ে দলকে সহজ জয় এনে দেন। মনোজ মাত্র চুরানব্বই বল খেলে একশো ষোল রানে অপরাজিত থাকেন। ইশ্বরণ আটষট্টি রানে অপরাজিত থাকেন। দুজনে অবিচ্ছিন্ন জুটিতে একশো উনসত্তর রান করেন।
ব্যুরো: অধিনায়ক মনোজ তেওয়ারির অধিনায়কোচিত শতরানের সৌজন্যে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলা। গোয়াকে অতি সহজেই আট উইকেটে হারিয়ে দিল বাংলা দল। এদিন টসে জিতে গোয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলার দুই বোলার কনিষ্ক শেঠ ও আমির গনির দাপটে নয় উইকেটে দুশো তেরো রানে অলআউট হয়ে যায় গোয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীবত্স গোস্বামী ও সুদীপ চ্যাটার্জির উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। কিন্তু মনোজ তেওয়ারি ও অভিমন্যু ইশ্বরণ বিপর্যয় কাটিয়ে দলকে সহজ জয় এনে দেন। মনোজ মাত্র চুরানব্বই বল খেলে একশো ষোল রানে অপরাজিত থাকেন। ইশ্বরণ আটষট্টি রানে অপরাজিত থাকেন। দুজনে অবিচ্ছিন্ন জুটিতে একশো উনসত্তর রান করেন।