গোকুলামের কাছে হেরে আই লিগ জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের
অঙ্কের বিচারে আই লিগ জয়ের ক্ষীণ সম্ভবনা ছিল মোহনবাগানের। শর্ত ছিল একটাই, লিগের শেষ পাঁচ ম্যাচ জিততেই হবে শঙ্করলাল চক্রবর্তীর দলকে। সোমবার লিগের শেষ হোম ম্যাচে পয়েন্ট টেবিলে ন’নম্বরে থাকা গোকুলামের কাছে হারল মোহনবাগান।
![গোকুলামের কাছে হেরে আই লিগ জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের গোকুলামের কাছে হেরে আই লিগ জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/12/109003-mb.jpg)
নিজস্ব প্রতিবেদন : চলতি মরসুমে ঘরের মাঠে আই লিগের শেষ ম্যাচে হারল মোহনবাগান। সোমবার যুবভারতীতে গোকুলামের কাছে ১-২ গোলে হেরে সবুজ-মেরুনের আই লিগ জয়ের সম্ভবনায় কার্যত দাঁড়ি পড়ে গেল।
আরও পড়ুন- আশঙ্কার মেঘ সরে আপাতত সোনিতে স্বস্তি
অঙ্কের বিচারে আই লিগ জয়ের ক্ষীণ সম্ভবনা ছিল মোহনবাগানের। শর্ত ছিল একটাই, লিগের শেষ পাঁচ ম্যাচ জিততেই হবে শঙ্করলাল চক্রবর্তীর দলকে। সোমবার লিগের শেষ হোম ম্যাচে পয়েন্ট টেবিলে ন’নম্বরে থাকা গোকুলামের কাছে হারল মোহনবাগান।
আরও পড়ুন- 'হার্দিক' নৃত্যে বিরাট স্বাগত পোর্ট এলিজাবেথে
প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে মাহমুদ আল আজমির গোলে এগিয়ে যায় গোকুলাম। দু’মিনিট পরেই দিপান্ডা ডিকার গোলে সমতায় ফেরে মোহনবাগান। ম্যাচের শেষ মিনিটে হেনরি কাইজেক্কার গোলে জয় ছিনিয়ে নেয় কেরলের দলটি। চলতি মরসুমে আই লিগে ঘরের মাঠে দ্বিতীয় হার বাগানের। চেন্নাই সিটি এফসি-র পর গোকুলামের কাছে হারল সবুজ-মেরুন ব্রিগেড। ১৪ ম্যাচ শেষে মোহনবাগানের পয়েন্ট ২১। আই লিগের চার ম্যাচ বাকি থাকতে আই শিরোপা জয়ের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মোহনবাগান।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়