চোখের জলে আলেসান্দ্রোর বিদায়, ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা

ডার্বিসহ টানা তিন ম্যাচে হার। হঠাত আলেসান্দ্রোর পদত্যাগ।  ডামাডোলের মধ্যেই কঠিন চেন্নাই ম্যাচ খেলতে শুক্রবার কোয়েম্বাটুর যাচ্ছে লাল-হলুদ। 

Updated By: Jan 23, 2020, 04:11 PM IST
চোখের জলে আলেসান্দ্রোর বিদায়, ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা

নিজস্ব প্রতিবেদন: চোখের জলে কলকাতাকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেসান্দ্রো। অল্প সময়েই সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন স্প্যানিশ কোচ। শীতের সকালেও কোচকে বিদায় জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন লাল-হলুদ ফ্যানেরা। বিদায়বেলায় আবেগ চেপে রাখতে পারেননি আদ্যপান্ত পেশাদার আলেসান্দ্রো।  মরগ্যানের পর কোনও কোচকে ঘিরে এতটা আবেগতাড়িত হতে দেখা যায়নি সমর্থকদের। ইস্টবেঙ্গলের তরফ থেকে স্প্যানিশ কোচকে উপহার দেওয়া হয় লাল পাঞ্জাবি। তাঁর স্ত্রীকে দেওয়া হয় হলুদ কুর্তি। বিমানবন্দরে কোচকে বিদায় জানাতে এসেছিলেন ফিজিক্যাল ট্রেনার নোদার। বিদায়বেলায় সোস্যাল সাইটে স্প্যানিশ কোচ লেখেন,লাল-হলুদ সমর্থকরা সমবসময় তাঁর হৃদয়ে থাকবেন। তাঁর কাছে সমর্থকরাই দশ নম্বর জার্সি। সেই কারণেই এই মরসুমে ইস্টবেঙ্গলকে দশ নম্বর জার্সি কাউকে দেয়নি ক্লাব। আলেসান্দ্রো চলে যাওয়ার পরও সেই ট্র্যাডিশান অব্যাহত থাকছে। 

কোচ হয়ে ইস্টবেঙ্গলে ফিরলেন মারিও রিভেরা। বিদায়ী কোচ আলেসান্দ্রোর শহর ছাড়ার দিনেই তাঁর সহকারিকে ফিরিয়ে আনল লাল-হলুদ। বাকি মরসুমের জন্য ইস্টবেঙ্গলের কোচ হলেন মারিও রিভেরা। গত মরসুমে আলেসান্দ্রোর সহকারি ছিলেন উয়েফা প্রো লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচ। ডার্বি হারের পর সোমবার হঠাত করেই সরে দাঁড়ান আলেসান্দ্রো। স্প্যানিশ কোচের ছেড়ে যাওয়া জায়গায় চেনা কাউকে চাইছিল ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত বেছে নেওয়া হল মারিও-কেই। বর্তমান দলটাকে ভালভাবে চেনেন তিনি। কোলাডোসহ বিদেশিদের সঙ্গেও ভাল সম্পর্ক। তাছাড়া আলেসান্দ্রোর চিন্তাধারার  সঙ্গেও মিল রয়েছে মারিও-র। মাঝমরসুমে ইস্টবেঙ্গলের হাল ধরার জন্য মারিওই যোগ্য লোক হবে বলে মনে করছেন কর্তারা। ভিসা সমস্যা মিটিয়ে মারিও-র আসতে আগামী সপ্তাহের শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সাতই ফেব্রুযারী আইজল ম্যাচ থেকে দায়িত্ব সামলাবেন মারিও রিভেরা।

আরও পড়ুন-  ডার্বি হার, কোচের পদত্যাগ! শতবর্ষের ইস্টবেঙ্গলে টিমটিমে মশাল!

ডার্বিসহ টানা তিন ম্যাচে হার। হঠাত আলেসান্দ্রোর পদত্যাগ।  ডামাডোলের মধ্যেই কঠিন চেন্নাই ম্যাচ খেলতে শুক্রবার কোয়েম্বাটুর যাচ্ছে লাল-হলুদ। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আলেসান্দ্রোর দেখানো পথেই হাঁটতে চাইছে লাল-হলুদ। সূত্রের খবর শহর ছাড়ার আগেও চেন্নাই ম্যাচ নিয়ে মার্কাল আর নোদারের ক্লাস করিয়েছেন আলেসান্দ্রো। শহর ছাড়ার আগে লাল-হলুদের সহকারি কোচ তো বলেই দিচ্ছেন চেন্নাইকে হারিয়েই আলেসান্দ্রোকে উপহার দিতে চায় গোটা দল।
বৃহস্পতিবার অনুশীলনে যোগ দেন ক্রোমা। পিয়ারলেসকে ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন করার পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি লাইবেরিয়ান স্ট্রাইকার। তবে শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি ক্রোমা। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সম্ভবত পরিবর্ত হিসাবে মাঠে নামবেন পিয়ারলেসের ঘরোয়া লিগ জয়ের নায়ক। বৃহস্পতিবার অনুশীলেন এসে কোচিং স্টাফেদের সঙ্গে কথা বলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গেও যাচ্ছেন তিনি। 

.