Mark Wood-এর ৯১ মাইল গতির বলে দু'টুকরো Mathews’র ব্যাট

ঘণ্টায় ৯১ মাইল গতিতে বলটি আছড়ে পড়ে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্য়াটে। ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে আসা বলের আঘাতে ভেঙে দুটি টুকরো হয়ে যায় ম্যাথুজের ব্য়াটটি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 14, 2021, 08:44 PM IST
Mark Wood-এর ৯১ মাইল গতির বলে দু'টুকরো Mathews’র ব্যাট
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  শ্রীলঙ্কার গলে আয়োজিত ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের প্রথম দিনেই মাত্র ১৩৫ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ। শুরু থেকেই এদিন আগুন ঝরালেন ব্রিটিশ পেসার মার্ক উড। ৯০ মাইল গতিতে একের পর এক বল করে লঙ্কান ব্যাটসম্যানদের কার্যত দিশেহারা করে তোলেন তিনি। আর সেই আগুনে বোলিংয়ে ব্যাট ভেঙে দু টুকরো হয়ে গেল অ্যাঞ্জেলো ম্যাথুজের।

ম্যাচের দশম ওভার। বল করতে আসেন মার্ক উড। ওভারের প্রথম চারটি বলই তিনি করেন ঘণ্টায় ৯০ মাইল গতিতে। পঞ্চম বলটির গতি বাড়ান উড। ঘণ্টায় ৯১ মাইল গতিতে বলটি আছড়ে পড়ে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্য়াটে। ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে আসা বলের আঘাতে ভেঙে দুটি টুকরো হয়ে যায় ম্যাথুজের ব্য়াটটি।

আরও পড়ুন- দ্রুততম সেঞ্চুরির ছক্কা গিয়ে পড়ল ছোট্ট মেয়ের মাথায়, ম্যাচ শেষে মন জিতলেন Devine

এমন দৃশ্য দেখে হাসতে দেখা যায় অ্যাঞ্জেলো ম্যাথুজকে। হাসতে থাকেন মার্ক উড সহ ইংল্যান্ডের বাকি ক্রিকেটাররাও।

আরও পড়ুন- ISL 2020-21: Kerala Blasters-এর বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে SC East Bengal 

.