২ ঘণ্টায় ৪ কেজি ওজন কমিয়ে সোনা জিতেছিলেন মেরি কম!
মেরি কম ভারতের একমাত্র অ্যাথেলিট, যিনি পোল্যান্ডে থেকে সোনা জিতে ফিরলেন।
নিজস্ব প্রতিবেদন: বিমানের গতিকেও হার মানিয়েছেন তিনি। মাত্র ২ ঘণ্টায় কমিয়েছিলেন ৪ কেজি ওজন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে মণিপুরের মেয়ে মেরি কম জানিয়েছেন, পোল্যান্ডে ৪৮ কেজির বক্সিং প্রতিযোগিতায় নামার আগে ২ ঘণ্টায় ৪ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। তারপরই জিতেছিলেন স্বর্ণপদক।
সাক্ষাত্কারে এই অলিম্পিয়ান বক্সার জানিয়েছেন, “আমরা পোল্যান্ডে নেমেছিলাম ভোর ৩টে সাড়ে তিনটে নাগাদ। আর মেডিক্যাল করার কথা ছিল সাড়ে ৭টা নাগাদ। আমি তখন যে বিভাগে প্রতিযোগিতা করতাম, তার তুলনায় আমার ওজন খানিক বেশিই ছিল”। এরপরই অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী বক্সার স্কিপিং করে নিজের ওজন ৪৮ কেজিতে নিয়ে এসেছিলেন।
I am still as I want to be.. pic.twitter.com/lRy8ImqITn
— Mary Kom (@MangteC) September 15, 2018
৩৫ বছরের বক্সার জানিয়েছেন, ওই চার ঘণ্টা সময়ের মধ্যে ওজন না কমাতে পারল তিনি প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতেন। তখন টানা এক ঘণ্টা স্রেফ স্কিপং করেছিলেন তিনি। তারপরই মেডিক্যাল করান তিনি। তিনি আরও জানান, উড়ানের সময় গোটা ফ্লাইটই ফাঁকা থাকায় তিনি পা ছড়িয়ে ঘুমিয়েছিলেন, যার ফলে শরীরও ছিল নমনীয়। আর সেকারণেই খুব সহজেই বক্সিং রিংয়ে নামতে পেরেছিলেন তিনি।
জেনে নিন- সবথেকে বেশি বেতন পান কোন অধিনায়ক?
প্রসঙ্গত, মেরি কম ভারতের একমাত্র অ্যাথেলিট, যিনি পোল্যান্ডে থেকে সোনা জিতে ফিরলেন।