বিশ্বকাপে বিশ্বরেকর্ড, দ্রুততম অর্ধ শতরান ম্যাককলামের
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম অর্ধ শতরানের নজির গড়লেন নিউজল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডাম ম্যাককালাম। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৮ বলে অর্ধ শতরান পূর্ণ করেন ম্যাককালাম।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম অর্ধ শতরানের নজির গড়লেন নিউজল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডাম ম্যাককালাম। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৮ বলে অর্ধ শতরান পূর্ণ করেন ম্যাককালাম।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ঢঙে ব্যাট করলেন কিউই ক্যাপ্টেন ম্যাককালাম। জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ফিনদের একের পর এক মাঠের বাইরে আছড়ে ফেলেছেন তিনি। ১২৩ রানের ছোট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১২.২ ওভারেই জয় হাসিল করে টিম নিউজল্যান্ড।
ওপেনিং জুটিতে মার্টিন গুপটিল ও ম্যাককালমের চওড়া ব্যাটে ভড় করেই অনায়াস জয় পায় কিউইরা। ২৫ বলে ৭৫ রান করেন ব্র্যান্ডাম ম্যাককালাম। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি ছয় আর ৮টি চারে।
ক্রিকেটের ইতিহাসে একদিনের আন্তর্জাতিকে ম্যাককালাম নিজেই নিজের রেকর্ড ভাঙলেন।এর আগে ম্যাককালাম১ ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে১৯ বলে অর্ধশতরান করেছিলেন । দ্রুততম অর্ধ শতরানের রেকর্ডেএকনম্বরে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স। ১৬ বলে ৫০ রানের নজির একমাত্র তাঁর। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে সবথেকে এটিই সবথেকে দ্রুত। এই প্রথম কোনও কিউই ব্যাটসম্যান বিশ্বকাপের মঞ্চে দ্রুততম অর্ধ শতরান করার নজির গড়লেন।