পদক তালিকায় শীর্ষে আমেরিকা, ভারত ৬৪ নম্বরে
Updated By: Aug 21, 2016, 09:41 AM IST
আজ অলিম্পিকের শেষ দিন। গত ১৬ দিন ধরে বিশ্ব বুঁদ রিও গেমস নিয়ে। জয়ের খুশি, হারের হতাশা। অলিম্পিক স্পিরিট, কখনও আনস্পোর্টিং ঘটনা। সব মিলিয়ে রিও উপহার দিল এমন বেশ কিছু মুহূর্তের যা ভোলা যাবে না। আসুন দেখে নিই এখনও পর্যন্ত কোন দেশ পদক তালিকায় কোথায় রয়েছে--
আরও পড়ুন- রূপো জয়ের পর কী বললেন সিন্ধু
দেশ | সোনা | রূপো | ব্রোঞ্জ | মোট পদক |
১) মার্কিন যুক্তরাষ্ট্র | ৪৩ | ৩৭ | ৩৬ | ১১৬ |
২) গ্রেট ব্রিটেন | ২৭ | ২২ | ১৭ | ৬৬ |
৩) চিন | ২৬ | ১৮ | ২৬ | ৭০ |
৪) রাশিয়া | ১৭ | ১৭ | ১৯ | ৫৩ |
৫) জার্মানি | ১৭ | ১০ | ১৪ | ৪১ |
৬) জাপান | ১২ | ৮ | ২১ | ৪১ |
৭) ফ্রান্স | ৯ | ১৭ | ১৪ | ৪০ |
৮) দক্ষিণ কোরিয়া | ৯ | ৩ | ৯ | ২১ |
৯) অস্ট্রেলিয়া | ৮ | ১১ | ১০ | ২৯ |
১০) ইটালি | ৮ | ১১ | ৭ | ২৬ |
৬৪) ভারত | ০ | ১ | ১ | ২ |