মোহনবাগানে মেহতাব!

‘ফোনে কথা হয়েছে, মোহনবাগানে আসছে মেহতাব’, বাগানের ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্যের পরই কলকাতা ময়দানে হৈ চৈ।  

Updated By: May 22, 2018, 09:29 PM IST
মোহনবাগানে মেহতাব!

সুখেন্দু সরকার

Add Zee News as a Preferred Source

চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে এ যেন ঠিক হঠাত্ পাতে এসে পড়া সরষে ইলিশ। মোহনবাগানে না কি আসছেন মেহতাব! সত্য-মিথ্যার প্রমাণ ভবিষ্যতে হলেও বাগানের ফুটবল সচিব কিন্তু একশো শতাংশ কনফিডেন্ট। ‘ফোনে কথা হয়েছে, মোহনবাগানে আসছে মেহতাব’, বাগানের ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্যের পরই কলকাতা ময়দানে হৈ চৈ।  

আরও পড়ুন- নৈশ পার্টিতে চিয়ারলিডারদের ডেকে বিসিসিআইয়ের রোষানলে দিল্লি

‘টাকা নে পেলেও ইস্টবেঙ্গলে খেলব’, কয়েকদিন আগেই মেহতাবের এই মন্তব্য লাল-হলুদে মশাল জ্বালিয়েছিল। এরই মধ্যে ময়দানের আবহাওয়া পরিবর্তনের পরই যে এমন পট পরিবর্তন ঘটবে, তা ছিল কল্পনাতীত। যদিও দল পরিবর্তন নিয়ে এখনও মুখ খোলেননি লাল-হলুদের ‘ঘরের ছেলে’। শোনা যাচ্ছে বুধবার সাংবাদিক সম্মেলন করে সমস্ত জল্পনার যবনিকা টানতে পারেন খোদ মেহতাবই।  

.