পেলেকে টপকে মেসির উত্থান
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি। চলতি বছরে ৭৬ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। ১৯৫৮ সালে ৭৫ গোল করেছিলেন পেলে। জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৯ গোল দূরে লিও মেসি। মেসির জোড়া গোলের সৌজন্যেই মায়োরকাকে ৪-২ গোলে হারাল লিগ শীর্ষে থাকা বার্সেলোনা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি। চলতি বছরে ৭৬ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। ১৯৫৮ সালে ৭৫ গোল করেছিলেন পেলে। জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড থেকে আর মাত্র ৯ গোল দূরে লিও মেসি। মেসির জোড়া গোলের সৌজন্যেই মায়োরকাকে ৪-২ গোলে হারাল লিগ শীর্ষে থাকা বার্সেলোনা।
প্রথমার্ধে জ্যাভি হার্নান্ডেজ,মেসি আর ক্রিশ্চিয়ান টেলোর গোলে ৩-০ এগিয়ে ছিল বার্সা। দ্বিতীয়ার্ধে পরপর দুটো গোল ম্যাচে ফেরায় মায়োরকাকে। শেষ পর্যন্ত মেসির গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। চলতি লা লিগায় ১৫ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের।