জাতীয় দলে যোগ দিলেন মেসি

চিলি ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ফিলগুড পরিবেশ। কারণ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। চলতি মাসের ২৪ তারিখ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Updated By: Mar 23, 2016, 10:00 PM IST
জাতীয় দলে যোগ দিলেন মেসি

ব্যুরো: চিলি ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ফিলগুড পরিবেশ। কারণ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। চলতি মাসের ২৪ তারিখ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

 গতবার প্রথম ৪টি রাউন্ডের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মেসি। এই ৪টি ম্যাচে নজর কাড়তে পারেননি আর্জেন্টিনার ফুটবলাররা। প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হারের পর প্যারাগুয়ে এবং ব্রাজিলের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে কলম্বিয়াকে হারায় জেরার্ডো মার্টিনোর দল। আপাতত ৪ ম্যাচে ৫ পয়েন্ট আর্জেন্টিনার।

১০ দেশের লাতিন আমেরিকার গ্রুপে ষষ্ঠস্থানে অ্যাগুয়েরোরা। দলের ব্যর্থতার পর ক্রমশই চাপ বাড়ছে জেরার্ডো মার্টিনোর উপর। তবে মেসি ফেরায় কিছুটা স্বস্তিতে আর্জেন্টিনা শিবির। গতবছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। তাই বৃহস্পতিবার ম্যাচের আগে সতর্ক আর্জেন্টিনা কোচ।

.