মারাদোনাকে টপকে গেলেন মেসি
কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি। পঁচিশ বছর বয়সেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিশ্ব ফুটবলের সেরা তারকা। চোট কাটিয়ে দীর্ঘদিন পর প্রথম একাদশে ফিরেই ম্যাজিক দেখালেন আর্জেন্টিনীয় সুপারস্টার। সেই সঙ্গে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় সমালোচনাকে। প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন মেসি। আর্জেন্টিনার সর্বাধিক গোলদাতার বিচারে মেসি ছুঁলেন হারনান ক্রেসপোকে (৩৫ গোল)। মেসির সামনে এখন শুধু বাতিস্তুতা (৫৬ গোল)।
কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি। পঁচিশ বছর বয়সেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিশ্ব ফুটবলের সেরা তারকা। চোট কাটিয়ে দীর্ঘদিন পর প্রথম একাদশে ফিরেই ম্যাজিক দেখালেন আর্জেন্টিনীয় সুপারস্টার। সেই সঙ্গে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় সমালোচনাকে। প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন মেসি। আর্জেন্টিনার সর্বাধিক গোলদাতার বিচারে মেসি ছুঁলেন হারনান ক্রেসপোকে (৩৫ গোল)। মেসির সামনে এখন শুধু বাতিস্তুতা (৫৬ গোল)।
ফলে জাতীয় দলের হয়ে ৩৫ গোল করা হয়ে গেল তাঁর। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে হারনান ক্রেসপোর সঙ্গে একই বিন্দুতে আছেন মেসি।আটাত্তর ম্যাচে ছাপান্ন গোল করে সবার আগে আছেন বাতিস্তুতা। শনিবার প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালাকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিক ছাড়া অপর গোলটি করেন ফার্নান্ডেজ।
আর্জেন্টিনার সর্বাধিক গোলদাতারা
বাতিস্তুতা--
ক্রেসপো--
মেসি--
মারাদোনা--
লুইস আরটাইম-