কাটা গেল মেসির মাথা!

ভালবেসে তাঁর মূর্তি বসিয়েছিল দেশের মানুষ। কোনও এক অজানা আক্রোশে মাথা কেটে নেওয়া হল সেই মূর্তির। করে ফেলা হল দু টুকরো। লায়োনেল মেসির মূর্তি ভেঙে দেওয়ার খবরে তোলপাড় গোটা আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক তিনি। তাঁর অবসরে প্রবল আবেগের ঝড় তাঁকে বাধ্য করেছিল সিদ্ধান্ত বদলাতে। কিন্তু আর্জেন্টিনার রাজধানীতেই ভেঙে দেওয়া হল মেসির মূর্তি। ফুটবলের জাদুকরের প্রতি দুষ্কৃতিদের মনে এতটাই ঘৃণা ছিল যে মেসির মূর্তির মুণ্ডুচ্ছেদ করে দেওয়া হয়। এই ঘটনার পর তড়িঘড়ি মূর্তিকে ঠিক করার কাজ শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দুষ্কৃতিদের খোঁজার কাজও  শুরু করে দিয়েছে আর্জেন্টিনার পুলিস। এখনও মেসির মূর্তি ভাঙার পিছনে কারণ জানা যায়নি। গতবছর  অবসর ভেঙে মেসিকে ফেরানোর ক্যাম্পেন হিসাবে এই মূর্তিটি তৈরি করেছিল আর্জেন্টিনা সরকার।

Updated By: Jan 11, 2017, 12:46 PM IST
কাটা গেল মেসির মাথা!

ব্যুরো: ভালবেসে তাঁর মূর্তি বসিয়েছিল দেশের মানুষ। কোনও এক অজানা আক্রোশে মাথা কেটে নেওয়া হল সেই মূর্তির। করে ফেলা হল দু টুকরো। লায়োনেল মেসির মূর্তি ভেঙে দেওয়ার খবরে তোলপাড় গোটা আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক তিনি। তাঁর অবসরে প্রবল আবেগের ঝড় তাঁকে বাধ্য করেছিল সিদ্ধান্ত বদলাতে। কিন্তু আর্জেন্টিনার রাজধানীতেই ভেঙে দেওয়া হল মেসির মূর্তি। ফুটবলের জাদুকরের প্রতি দুষ্কৃতিদের মনে এতটাই ঘৃণা ছিল যে মেসির মূর্তির মুণ্ডুচ্ছেদ করে দেওয়া হয়। এই ঘটনার পর তড়িঘড়ি মূর্তিকে ঠিক করার কাজ শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দুষ্কৃতিদের খোঁজার কাজও  শুরু করে দিয়েছে আর্জেন্টিনার পুলিস। এখনও মেসির মূর্তি ভাঙার পিছনে কারণ জানা যায়নি। গতবছর  অবসর ভেঙে মেসিকে ফেরানোর ক্যাম্পেন হিসাবে এই মূর্তিটি তৈরি করেছিল আর্জেন্টিনা সরকার।

.