Lionel Messi In Bangladesh: জুনেই ঢাকায় মেসির আর্জেন্টিনা! বুকে পাথর কলকাতার

Lionel Messi In Bangladesh: বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আসছে বাংলাদেশে। জানিয়ে দিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন। সব ঠিক থাকলে চলতি বছর জুনেই মেসি-ডি মারিয়ারা পা রাখবেন পদ্মাপাড়ের দেশে। লিওনেল স্কালোনিদের বরণ করতে ভারতের পড়শি দেশ।

Updated By: Jan 17, 2023, 09:13 PM IST
Lionel Messi In Bangladesh: জুনেই ঢাকায় মেসির আর্জেন্টিনা! বুকে পাথর কলকাতার
বিশ্বকাপ জেতার পর আগুয়েরোর কাঁধে ট্রফি হাতে মেসি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লিও মেসির (Lionel Messi) বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আসছে বাংলাদেশে (Lionel Messi In Bangladesh)। মঙ্গলবারের সন্ধ্যায় এই খবরই আসছে পদ্মাপাড়ের দেশ থেকে। মেসিদের আসা প্রায় একপ্রকার নিশ্চিত বলেই জানাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওরফে বিএফএফ (Bangladesh Football Federation, BFF)। সংস্থার সভাপতি কাজি সালহাউদ্দিন জানিয়েছেন, 'আর্জেন্টিনার সফর সংক্রান্ত শর্তাবলী নিয়ে এখন আলোচনা চলছে। আর্জেন্টিনা জানিয়েছে যে, তারা জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশ সফরে আসতে চায়।' ভারতের প্রতিবেশী রাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার জন্য এক অন্য পর্যায়ে উন্মাদনা রয়েছে। সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) মেসিদের খেলা দেখার জন্য় বাংলাদেশের আবেগ দেখা গিয়েছে। সে দেশের বিভিন্ন প্রান্তে শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে বড় পর্দায় খেলাও দেখেছেন। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।

জানা যাচ্ছে মেসিদের ম্য়াচ হতে পারে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম। দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামে আপাতত সংস্কারের কাজ চলছে। বিএফএফ  জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দিয়েছে। তবে ঢাকায় মেসিদের প্রতিপক্ষ কারা হবে, সে ব্যাপারে কিছু ঠিক হয়নি এখনও। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিএফএফ-কে কয়েক'টি দেশের নাম প্রস্তাব করবে। সেখান থেকে বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অতীতে ২০১১ সালে ঢাকায় নাইজেরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেবার মেসিদের আনতে বাংলাদেশের খরচ হয়েছিল সাড়ে তিন মিলিয়ন ডলার। এবার সংখ্যাটা ১০ মিলিয়ন ডলার হবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনWATCH | Sergio Aguero | Lionel Messi: ফুটবলে ফিরেই দুরন্ত গোল! বন্ধুর সেলিব্রেশন নকল আগুয়েরোর

কলকাতা থেকে ঢাকার দূরত্ব আকাশ পথে ২৫০ কিলোমিটারেরও কম। বিমানপথে সর্বোচ্চ ৪৫ মিনিটের মতো সময় লাগে। আর্জেন্টিনার জয়ের পর আবেগের সুনামি দেখা গিয়েছিল শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে। মেসি ম্যাজিকে বুঁদ হয়েছিল তিলোত্তমা। তবে  কলকাতায় পা পড়ছে না মেসি অ্যান্ড কোংয়ের। অথচ ২০১১ সালে মেসির টিম কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলেই পা রেখেছিল বাংলাদেশে। কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেছেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। ৩৬ বছর পর আর্জেন্টিনা ফের বিশ্বকাপ জেতে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.