কোপার প্রথম ম্যাচেই নিজেদের শক্তি বুঝিয়ে দিল মেক্সিকো

 কোপার প্রথম ম্যাচেই নিজেদের শক্তি বুঝিয়ে দিল মেক্সিকো। সুয়ারেজহীন উরুগুয়েকে তিন-এক গোলে হারিয়ে দিল তারা। গত কয়েকমাসে নতুন কোচ জুয়ান কার্লোস ওসোরিও-র কোচিংয়ে নিজেদের অন্য উচ্চাতায় নিয়ে গেছে মেক্সিকো। টানা সাত ম্যাচ জিতে অস্কার ত্যাবারেজের উরুগুয়ের বিরুদ্ধে নেমেছিল তারা। খেলা শুরুর চার মিনিটের মধ্যেই লিড নেয় রাফায়েল মারকোয়েজরা। আলভারো পেরেইরার আত্মঘাতী গোল ব্যকফুটে ঠেলে দেয় উরুগুয়েকে। পিছিয়ে পড়লেও খেলায় উরুগুয়েরেই দাপট ছিল বেশি। এর মধ্যেই বিরতির আগে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় উরুগুয়ের ভেসিনোকে। ফলে চাপ আরও বাড়ে সুয়ারেজহীন উরুগুয়ের।

Updated By: Jun 6, 2016, 03:03 PM IST
কোপার প্রথম ম্যাচেই নিজেদের শক্তি বুঝিয়ে দিল মেক্সিকো

ওয়েব ডেস্ক:  কোপার প্রথম ম্যাচেই নিজেদের শক্তি বুঝিয়ে দিল মেক্সিকো। সুয়ারেজহীন উরুগুয়েকে তিন-এক গোলে হারিয়ে দিল তারা। গত কয়েকমাসে নতুন কোচ জুয়ান কার্লোস ওসোরিও-র কোচিংয়ে নিজেদের অন্য উচ্চাতায় নিয়ে গেছে মেক্সিকো। টানা সাত ম্যাচ জিতে অস্কার ত্যাবারেজের উরুগুয়ের বিরুদ্ধে নেমেছিল তারা। খেলা শুরুর চার মিনিটের মধ্যেই লিড নেয় রাফায়েল মারকোয়েজরা। আলভারো পেরেইরার আত্মঘাতী গোল ব্যকফুটে ঠেলে দেয় উরুগুয়েকে। পিছিয়ে পড়লেও খেলায় উরুগুয়েরেই দাপট ছিল বেশি। এর মধ্যেই বিরতির আগে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় উরুগুয়ের ভেসিনোকে। ফলে চাপ আরও বাড়ে সুয়ারেজহীন উরুগুয়ের।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপায় লাতিন আমেরিকার দেশটি। মেক্সিকোর গুয়ার্দাডো লালকার্ড দেখায় লাইফলাইন পায় উরুগুয়ে। বিপক্ষ দলও দশজনে হয়ে যাওয়ায় কয়েকমিনিটের মধ্যেই সমতা ফেরান উরুগুয়েন অধিনায়ক দিয়েগো গডিন। তবে খেলার শেষ মিনিটে ম্যাচের রঙ বদলে দেয় মেক্সিকো। জোড়া গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে তারা। প্রথমে রাফায়েল মারকোয়েজ গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন। ইনজুরি টাইমে হেক্টর হেরেরার গোল ওসোরিও-র গোল মেক্সিকোর জয় নিশ্চিত করে দেয়। টানা কুড়ি ম্যাচে অপরাজিত মেক্সিকো। যার মধ্যে টানা দশটায় জয়। এই ফর্ম বজায় রাখতে পারলে বড় দলগুলোর কাছে গাঁট হয়ে পড়তে পারেন মেক্সিকো।

.