Umran Malik: বুমরার নাম মুছে দিয়ে নিজের নাম ইতিহাসে লিখে দিলেন উমরান!

উমরান আইপিএল ইতিহাস থেকে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম মুছে দেন। উমরান এখন সবচেয়ে কম বয়সি ভারতীয় বোলার হিসাবে আইপিএলের এক মরশুমে ২০ বা তার বেশি উইকেট নেওয়ান নজির গড়লেন।

Updated By: May 18, 2022, 04:41 PM IST
Umran Malik: বুমরার নাম মুছে দিয়ে নিজের নাম ইতিহাসে লিখে দিলেন উমরান!
আগুনে পারফরম্যান্স উমরান মালিকের

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2022) ৬৫ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। গত মঙ্গলবার হায়দরাবাদের ১৯৩ রান তাড়া করতে নেমে মুম্বই ১৯০ রানে থেমে যায়। এই ম্যাচে ফের একবার বল হাতে ঝলসান উমরান মালিক তিন ওভার বল করে ২৩ রানের বিনিময়ে বছর বাইশের শ্রীনগরের পেসার তুলে নেন ৩ উইকেট। 

এই পারফরম্য়ান্সের সুবাদেই উমরান আইপিএল ইতিহাস থেকে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম মুছে দেন। উমরান এখন সবচেয়ে কম বয়সি ভারতীয় বোলার হিসাবে আইপিএলের এক মরশুমে ২০ বা তার বেশি উইকেট নেওয়ান নজির গড়লেন। ২০১৭ সালে বুমরা যখন ২০টি উইকেট নিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ২৩ বছর ১৬৫ দিন। উমরান এই রেকর্ড করলেন ২২ বছর ১৭৬ দিনে। উমরানের ঝুলিতে চলে এসেছে ১৩ ম্য়াচে ২১ উইকেট। চলতি ক্রোড়পতি লিগে এখন তিনিই সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় চারে চলে এলেন। কাগিসো রাবাদার পর দ্বিতীয় পেসার হিসাবে এই মরশুমে ২০-র বেশি উইকেট পেলেন।

আইপিএল-এর ১৫ বছরের ইতিহাসে ৯০০-র অধিক ম্যাচে মাত্র তৃতীয়বার কোনও বোলার হিসাবে ২০তম ওভারে মেডেন দেওয়ার রেকর্ডও করেছেন উমরান। এই পরিসংখ্যানই তাঁর কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।  ১৫০-র আশেপাশে বল করা কোনও বোলারই যে কোনও দলের সম্পদ। উমরানের কাছে গতি তো ছিলই, কিন্তু এ মরশুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দিন দুয়েক আগে বলেছেন যে, উমরানকে জাতীয় দলে দেখলে তিনি অবাক হবেন না।

ভারতীয়দের মধ্যে সব চেয়ে কম বয়সে ২০ আইপিএল উইকেট: 

উমরান মালিক (Umran Malik) -  ২২ বছর ১৭৬ দিন

জসপ্রীত বুমার (Jasprit Bumrah) - ২৩ বছর ১৬৫ দিন

আরপি সিং (RP Singh) - ২৩ বছর ১৬৬ দিন, আইপিএল ২০০৯

প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha) - ২৩ বছর ২২৫ দিন, আইপিএল ২০১০

আরও পড়ুন: KKR: লখনউয়ের কাছে হারলেই কি শেষ কলকাতার অভিযান? জেনে নিন সমীকরণ

আরও পড়ুনKane Williamson: নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন উইলিয়ামসন! জানিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.