পরপর চারটি সোনা জয়ের পর থামতেই হল মাইকেল ফেল্পসকে
পরপর চারটি সোনা জয়ের পর থামতেই হল মাইকেল ফেল্পসকে। ১০০ মিটার বাটারফ্লাইয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল কিংবদন্তী সাঁতারুকে। সোনার দৌড় থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিংবদম্তী সাঁতারু মাইকেল ফেল্পস ঘোষণা করেন, রিও অলিম্পিকে পরই পাকাপাকি ভাবে জলকে বিদায় জানাবেন।ফেল্পস রিওতে চারটি সোনা এবং একটি রুপো জিতে তার অলিম্পিক কেরিয়ারে মোট সাতাশটি পদক জিতেছেন।২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর অবসর নিয়েও কামব্যাক করেছিলেন ফেল্পস।কিম্তু এবার ফেল্পস এবার তার সিদ্ধান্তে অটল।কিংবদন্তী সাঁতারু জানিয়েছেন, লন্ডন আর রিও এক নয় । আগামী চার বছর আমার এই ফর্ম ধরে রাখা সম্ভব নয়।তাই এবার থামতে চাই । আমি অবসরের জন্য প্রস্তুত।মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি।এখন আমি আমার সন্তান এবং পরিবারের সাথে দিন কাটাব।
ওয়েব ডেস্ক: পরপর চারটি সোনা জয়ের পর থামতেই হল মাইকেল ফেল্পসকে। ১০০ মিটার বাটারফ্লাইয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল কিংবদন্তী সাঁতারুকে। সোনার দৌড় থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিংবদম্তী সাঁতারু মাইকেল ফেল্পস ঘোষণা করেন, রিও অলিম্পিকে পরই পাকাপাকি ভাবে জলকে বিদায় জানাবেন।ফেল্পস রিওতে চারটি সোনা এবং একটি রুপো জিতে তার অলিম্পিক কেরিয়ারে মোট সাতাশটি পদক জিতেছেন।২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর অবসর নিয়েও কামব্যাক করেছিলেন ফেল্পস।কিম্তু এবার ফেল্পস এবার তার সিদ্ধান্তে অটল।কিংবদন্তী সাঁতারু জানিয়েছেন, লন্ডন আর রিও এক নয় । আগামী চার বছর আমার এই ফর্ম ধরে রাখা সম্ভব নয়।তাই এবার থামতে চাই । আমি অবসরের জন্য প্রস্তুত।মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি।এখন আমি আমার সন্তান এবং পরিবারের সাথে দিন কাটাব।
আরও পড়ুন বলিউডের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর নায়িকার আবির্ভাব!
রিও অলিম্পিকে দুশো মিটারে সোনা জয়ের পর তেরোটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ফেল্পস ভেঙে দিয়েছেন একশো বাহান্ন খ্রীষ্ট-পূর্বাব্দে গড়া ২১৬৮ বছরের রেকর্ড। তাই অলিম্পিকের ইতিহাসে মাইকেল ফেল্পসের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আরও পড়ুন ইমরান খান স্কুল বয় থাকাকালীন তাঁর ছবি দেখেছেন? দেখলে বিশ্বাসই করবেন না, এটাই তিনি!