২৩ সোনা সহ ২৮টা অলিম্পিক পদক জিতে ফেল্পসের বর্ণময় কেরিয়ারে ইতি
সোনা জিতে বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস। রবিবার সকালে নিজের শেষ ইভেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে চারশো মিটার রিলে মেডলিতে সোনা জেতেন মাইকেল ফেল্পস। অলিম্পিকে ২৩টা সোনা জিতে শেষ করলেন তিনি।
![২৩ সোনা সহ ২৮টা অলিম্পিক পদক জিতে ফেল্পসের বর্ণময় কেরিয়ারে ইতি ২৩ সোনা সহ ২৮টা অলিম্পিক পদক জিতে ফেল্পসের বর্ণময় কেরিয়ারে ইতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/14/63236-op.jpg)
ওয়েব ডেস্ক: সোনা জিতে বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস। রবিবার সকালে নিজের শেষ ইভেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে চারশো মিটার রিলে মেডলিতে সোনা জেতেন মাইকেল ফেল্পস। অলিম্পিকে ২৩টা সোনা জিতে শেষ করলেন তিনি।
আরও পড়ুন-অলিম্পিকের সব খবর
বিশ্বক্রীড়ার সেরা মঞ্চে ২৮টা পদকে পেয়ে বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন তিনি। ১০৮ দেশের থেকে বেশি পদক জিতেছেন ফেল্পস। পনেরো বছর বয়সে সিডনিতে প্রথম সোনা জিতেছিলেন। একত্রিশ বছর বয়সে রিওতে ২৩তম অলিম্পিক সোনা জিতে থামলেন তিনি।
রিও অলিম্পিকে যে সব বিভাগে সোনা জিতলেন ফেল্পস
১) 4x200 মিটার ফ্রিস্টাইল রিলে
২) ২০০ মিটার বাটারফ্লাই
৩) 4x100m মিডলে রিলে
৪) 4x100 মিটার ফ্রিস্টাইল রিলে
৫) ২০০ মিটার ব্যক্তিগত মিডলে
রুপো জিতলেন
১) ১০০ মিটার বাটারফ্লাই বিভাগে