'শ্যুমাখার আবার স্বাভাবিক জীবনে ফিরবে', আশাবাদী এফআইএ প্রেসিডেন্ট জিন টড

গতির ফরমুলা ভেদ করতে গেলে মাইকেল শ্যুমাখার নাম মনে আসবে। অনেকের মনে হয়ত ফিকে হয়ে যাচ্ছে নামটা। কারণ খবরে শিরোনামে এখন হারিয়ে গেছেন গতির রাজা শ্যুমাখার। তবে তিনি ফিরবেন, মৃত্যুকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরবেন এমনই আশা রাখছেন তাঁর প্রিয় বন্ধু তথা এফআইএ ( Fédération Internationale de l'Automobile) প্রেসিডেন্ট জিন টড।

Updated By: Oct 8, 2014, 08:59 PM IST
'শ্যুমাখার আবার স্বাভাবিক জীবনে ফিরবে', আশাবাদী এফআইএ প্রেসিডেন্ট জিন টড
Improving: Michael Schumacher is currently recovering at his home in Switzerland Photo: AFP

ওয়েব ডেস্ক: গতির ফরমুলা ভেদ করতে গেলে মাইকেল শ্যুমাখার নাম মনে আসবে। অনেকের মনে হয়ত ফিকে হয়ে যাচ্ছে নামটা। কারণ খবরে শিরোনামে এখন হারিয়ে গেছেন গতির রাজা শ্যুমাখার। তবে তিনি ফিরবেন, মৃত্যুকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরবেন এমনই আশা রাখছেন তাঁর প্রিয় বন্ধু তথা এফআইএ ( Fédération Internationale de l'Automobile) প্রেসিডেন্ট জিন টড।

এক বেসরকারি মিডিয়ায় টড জানান, " আমরা আশাহত হচ্ছি না। তাঁর পরিবার সর্বদা শ্যুমাখার পাশে রয়েছে। তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবে আশা রাখছি। তবে সময় লাগবে।"

প্রসঙ্গত, গতবছর ডিসম্বরে গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান। কয়েকমাস চিকিত্সার পর লোসেন হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। শ্যুমাখা শারীরিক অবস্থা কেমন আছে তা নিয়ে কোনওদিনই মুখ খোলেনি তাঁর পরিবার।  

.