Kohli-Kane তুলনা টানলেন Vaughan,তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন Salman! উঠল ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ

মাইকেল ভনের সঙ্গে সলমন বাটের ধুন্ধুমার সোশ্যালে!

Updated By: May 16, 2021, 07:27 PM IST
Kohli-Kane তুলনা টানলেন Vaughan,তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন Salman! উঠল ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের শোয়েব আখতার (Shoaib Akhtar) ও ইংল্যান্ডের মাইকেল ভন (Michael Vaughan) কখনই থেমে থাকেন না। দুই প্রাক্তন তাবড় ক্রিকেটার কোনও একটি ইস্যু বেছে নেন। এরপর সেই নিয়েই সোশ্যাল মিডিয়া সরগরম রাখেন। স্পার্ক স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দু'দিন আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন বলেছিলেন, “কেন উইলিয়ামসন (Kane Williamson) যদি ভারতীয় হতো, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার হতো।"

আরও পড়ুন: ধোনির দলের ওপেনার ক্লিন বোল্ড, এই অভিনেত্রীই নাকি নিয়েছেন উইকেট! উত্তাল সোশ্যাল

ভনের বক্তব্য শুনে পাকিস্তানের প্রাক্তন ওপেনার সলমন বাট বলেন, "দেখতে হবে কে তুলনা করছে, যে নিজে জীবনে ওয়ানডে সেঞ্চুরি পায়নি!" বাটের মন্তব্য শুনে রবিবার আর চুপ থাকতে পারেননি ভন। তিনি টুইট করে বলেন, "আমি দেখেছি সলমন আমার ব্যাপারে কী বলেছে। ঠিক আছে, ও ওর মন্তব্য করতেই পারে। কিন্তু আমার ভাললাগত ২০১০ সালে ম্যাচ ফিক্সিং করার সময় ওর ভাবনা যদি এতটাই পরিস্কার থাকতো!"