আই লিগ মিনারে মিনার্ভা

এক নজরে পয়েন্ট টেবিল- মিনার্ভা-৩৫, নেরোকা-৩২, মোহনবাগান-৩১, ইস্টবেঙ্গল-৩১।

Updated By: Mar 8, 2018, 06:45 PM IST
আই লিগ মিনারে মিনার্ভা

নিজস্ব প্রতিবেদন: ২০১৭-১৮ মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাব এফসি। ২২ বছর পর আই লিগে ফের ভারত সেরা পঞ্জাবের কোনও দল। জেসিটি-র পর মিনার্ভাই পঞ্জাবের একমাত্র দল হিসাবে আই লিগ জয়ী হল।

এক নজরে পয়েন্ট টেবিল-
মিনার্ভা-৩৫
নেরোকা-৩২
মোহনবাগান-৩১
ইস্টবেঙ্গল-৩১

বৃহস্পতিবার দেশের তিন মাঠে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। একদিকে, কলকাতায় ইস্টবেঙ্গল-নেরোকা ম্যাচ ১-১ ফলাফলে শেষ হয়েছে। অন্যদিকে, পঞ্জাবে মিনার্ভা-চার্চিল ম্যাচ শেষ হয়েছে ১-০ ফলাফলে। কোঝিকোড়ে মোহনবাগান-গোকুলাম ম্যাচও ১-১ ফলাফলে ড্র হয়েছে।

.