মিশন রঞ্জি: সামনে সৌরাষ্ট্র থাকলেও দমছে না বঙ্গ ব্রিগেড

মেগা ফাইনাল খেলতে রাজকোট পৌঁছল টিম বেঙ্গল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 6, 2020, 04:29 PM IST
মিশন রঞ্জি: সামনে সৌরাষ্ট্র থাকলেও দমছে না বঙ্গ ব্রিগেড

নিজস্ব প্রতিবেদন:  বাংলার মিশন রঞ্জি। মেগা ফাইনাল খেলতে রাজকোট পৌঁছল টিম বেঙ্গল। তিন দশক পর ফের ভারতসেরা হওয়ার হাতছানি অভিমন্যু ঈশ্বরনদের সামনে। সামনে সৌরাষ্ট্র থাকলেও দমছে না বঙ্গ ব্রিগেড। সোমবার থেকে চেতেশ্বর পূজারা-জয়দেব উনাদকাটদের সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে খেলবে বাংলা। এই নিয়ে পর পর দুবার ফাইনালে উঠল সৌরাষ্ট্র।

এই নিয়ে তিনবার রঞ্জি ফাইনাল খেলতে চলেছেন বাংলা দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ তেওয়ারি। আগের দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি তিনি। রাজকোটে থার্ড টাইম লাকি হতে চাইছেন মনোজ নিজেই।

ফাইনাল মানেই স্নায়ুর লড়াই। চাপের ম্যাচ। তবে কর্ণাটককে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ঈশান-মুকেশরা চাপ নিচ্ছেন না। রঞ্জি ফাইনালের মত মঞ্চে খেলার সুযোগ উপভোগ করতে চাইছেন অনুষ্টুপ-ঈশ্বরনরা। ভয়ডরহীন ক্রিকেট খেলে রাজকোট থেকে ভারত সেরার ট্রফি আনতে তৈরি অরুন লালের টিম বেঙ্গল।

আরও পড়ুন - স্ত্রীর খেলা দেখতে নিজের খেলা থেকে ছুটি নিলেন মিচেল স্টার্ক!

.