পাকিস্তান সুপার লিগে বিতর্ক, ডাগ আউটে ম্যাচ চলাকালীন মোবাইলে কথা টিম অফিসিয়ালের!

ঘটনার তীব্র নিন্দা করেন শোয়েব আখতার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 22, 2020, 05:33 PM IST
পাকিস্তান সুপার লিগে বিতর্ক, ডাগ আউটে ম্যাচ চলাকালীন মোবাইলে কথা টিম অফিসিয়ালের!

নিজস্ব প্রতিবেদন : দু দিন হতে না হতেই পাকিস্তান সুপার লিগের পঞ্চম সংস্করণে বিতর্ক। ডাগ আউটে মোবাইল ফোন ব্যবহার করে বিতর্কে জড়ালেন এক টিম অফিসিয়াল।

করাচি স্টেডিয়ামে পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। করাচি কিংসের সিইও তারিক ম্যাচের মাঝেই ডাগ আউটে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন ড্রেসিংরুম আর ডাগআউটে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বাঁধছে।

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কোনও মন্তব্য করেনি। ঘটনার তীব্র নিন্দা করেন শোয়েব আখতার। যদিও করাচি কিংসের কোচ ডিন জোন্স ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, দলের সিইও ফোনে কথা বলছিলেন পরের দিনের অনুশীলনের ব্যবস্থা করছিলেন তিনি।

আরও পড়ুন - হ্যাটট্রিক হিরো আগারের অনুপ্রেরণা যখন 'স্যার' জাদেজা

.