এই ভারতীয় ক্রিকেটার ১০ হাজার রানের মাইলস্টোন গড়লেন!
ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৭৮টি ম্যাচ। ২৭৫টি ইনিংস। মহম্মদ কাইফ এখন ১০,০০১ রানের মালিক। শতরান রয়েছে ১৯টি। অর্ধশতরান রয়েছে ৫৮টি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৭৮টি ম্যাচে কাইফ ক্যাচ ধরেছেন ১৬২টি। এই রেকর্ড শুধু ভারত কেন, গোটা ক্রিকেট বিশ্বের কাছেই ঈর্ষণীয়।
ওয়েব ডেস্ক: ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৭৮টি ম্যাচ। ২৭৫টি ইনিংস। মহম্মদ কাইফ এখন ১০,০০১ রানের মালিক। শতরান রয়েছে ১৯টি। অর্ধশতরান রয়েছে ৫৮টি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৭৮টি ম্যাচে কাইফ ক্যাচ ধরেছেন ১৬২টি। এই রেকর্ড শুধু ভারত কেন, গোটা ক্রিকেট বিশ্বের কাছেই ঈর্ষণীয়।
কাইফ ভারতীয় ক্রিকেটের সেই নক্ষত্র যিনি ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে স্মরণীয় ইনিংস খেলেছিলেন। লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে সেদিন দাপট দেখিয়েছিল ব্লু ব্রিগেড। তিন শতাধিক রান তাড়া করে জয়, ইতিহাস লিখেছিলেন কাইফ। এখন তিনি ভারতীয় দলে নেই। আইপিএলেও বিশেষ ঝলসে ওঠেননি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড এককথায় অনবদ্য।
মহম্মদ কাইফের এই রানের রেকর্ডে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলের আরও এক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
Congratulations brother @MohammadKaif for achieving a wonderful milestone on completing 10,000 runs in first class cricket !! pic.twitter.com/1PX7bX0lh6
— Suresh Raina (@ImRaina) October 10, 2016