Mohammedan | ISL 2024-25: আলাদিন-এর আশ্চর্য প্রদীপে শেষ মুহূর্তে জ্বলল নর্থ ইস্ট, হারলেও হৃদয় জিতল মহামেডান!

MSC vs NEFC, ISL 2024-25: আইএসএল অভিষেকে হেরে গেল মহামেডান ঠিকই, তবে তাদের ফুটবল হৃদয় জিতে নিল|

Updated By: Sep 17, 2024, 01:44 PM IST
Mohammedan | ISL 2024-25: আলাদিন-এর আশ্চর্য প্রদীপে শেষ মুহূর্তে জ্বলল নর্থ ইস্ট, হারলেও হৃদয় জিতল মহামেডান!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) অবশেষে স্বপ্নপূরণ মহামেডানের| এগারো বছরে এই প্রথমবার ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান| গত মরসুমে আই-লিগ (I-League) চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএলে উঠে এসেছে মহামেডান। সোম সন্ধ্যায় ঘরের মাঠ,  কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, দেশের এক নম্বর লিগে, সাদা-কালো ব্রিগেড অভিষেক করল ডুরান্ড চাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে (MSC vs NEFC)|  প্রায় পাঁচ হাজার সমর্থকের সামনে মহামেডান হেরে গেল! নর্থ ইস্ট ইউনাইটেড ১-০ ম্যাচ জিতল|

আরও পড়ুন:  Football World Cup: বুকে হাত দিয়ে বসে পড়ুন! বিশ্বকাপে আর নেই ব্রাজিল-আর্জেন্টিনা...

এদিন প্রথমার্ধে খেলার শুরুতে দুই দলের সৌজন্যে কিশোর ভারতী দেখল বেশ গতিশীল ফুটবল, দেখতে গেলে বিরতির আগে কোনও দলই সেভাবে গোলের মুখ খুলতে পারেনি| যদিও ব্যক্তিগত দক্ষতার কিছু ঝলক দেখা গিয়েছিল| আন্দ্রে চেরনিশভের টিম বুঝতে দেয়নি যে এটাই তাঁদের প্রথম আইএসএল ম্যাচ| তবে জুয়ান পেদ্রোর নর্থ ইস্ট ডুরান্ডে যে খেলাটা খেলেছিল সেটা দেখতে পাওয়া গেল না|  

দ্বিতীয়ার্ধে দুই দলই তেড়েফুঁড়ে উঠেছিল গোল করার জন্য| তবে কাজের কাজ কেউই করতে পারল না| তবে মহামেডানের আক্ষেপ থেকে যাবে দু'টো শটের জন্য| ৭১ মিনিটে বিকাশ সিংয়ের ও ৮২ মিনিটে অ্যালেক্সিস গুমেজের শট অল্পের জন্য গোলের দেখা পায়নি| ইনজুরি টাইমে আলাদিন আজারির গোলে মহামেডান ম্যাচ হেরে যায়| থোই সিংয়ের সেন্টার থেকে আলাদিনের বাঁ-পায়ে চকিতে শটের কোনও নাগাল পায়নি পদম ছেত্রী|

মহামেডান এই ম্যাচ জিততেই পারত| দুর্ভাগ্যের হার বলাই যায়| পুরো ম্যাচের বিশ্লেষণ করলে একথা বলাই যায় যে, সাদ-কালো ব্রিগেড এদিন কিছুটা হলেও এগিয়ে ছিল| এই হার নিঃসন্দেহে 'আনলাকি'ই বলা যায়| স্পনসর জনিত সমস্যায় কিছুদিন আগে পৰ্যন্তও রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন এই ক্লাবের আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল! কিন্তু সেসব আজ অতীত| সাদা-কালো ব্রিগেড আইএসএল খেলেছে| এটাই বর্তমান| বাংকারহিল ও শ্রাচী গ্রুপের সৌজন্যে আন্দ্রে চেরনিশভের টিম মাঠে নামল| লেখা হল নতুন ইতিহাস| যা নিঃসন্দেহে তৃপ্তিদায়ক|

আরও পড়ুন:  Shakib Al Hasan | IND vs BAN: খুনের মামলায় অভিযুক্ত হয়েই ভারতে এসেছেন সাকিব, সামনে কপিল-কালিসদের ক্লাবে ঢোকার সোনালি হাতছানি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.