Mohammedan SC: ইস্ট-মোহনের পর কি এবার আইএসএলে মহামেডান? বড় কথা বলে দিলেন দীপেন্দু

চলতি বছরে আইএসএল-এর জন্য এফএসডিএল (Football Sports Development Limited) যদি বিডিং প্রসেস ওপেন করে, তাহলে কলকাতা থেকে তৃতীয় ক্লাব হিসেবে মহামেডান স্পোর্টিং এর খেলা প্রায় নিশ্চিত। এই কথা কার্যত জানিয়ে দিলেন মহামেডানের ফুটবল সচিব ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। 

Updated By: Jun 2, 2022, 06:53 PM IST
Mohammedan SC: ইস্ট-মোহনের পর কি এবার আইএসএলে মহামেডান? বড় কথা বলে দিলেন দীপেন্দু
এবার আইএসএলে মহামেডান!

নিজস্ব প্রতিবেদন: কলকাতার তিন প্রধান- ইস্টবেঙ্গল (East Bengal), এটিকে মোহনবাগান (ATK ATK Mohun Bagan FC) ও মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club) ইস্ট-মোহন ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) খেলছে। লাল-হলুদ, সবুজ-মেরুন জার্সি আইএসএল-এ (ISL) দেখা গেলেও সাদা-কালো জার্সি কিন্তু এখনও দেখা যায়নি।

চলতি বছরে আইএসএল-এর জন্য এফএসডিএল (Football Sports Development Limited) যদি বিডিং প্রসেস ওপেন করে, তাহলে কলকাতা থেকে তৃতীয় ক্লাব হিসেবে মহামেডান স্পোর্টিং এর খেলা প্রায় নিশ্চিত। এই কথা কার্যত জানিয়ে দিলেন মহামেডানের ফুটবল সচিব ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। 

মহামেডানের আইএসএল খেলার প্রসঙ্গে দীপেন্দু ২৪ ঘণ্টাকে জানান, "বিগত দুই মরশুমে আমরা দু'টি অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলেছি। ডুরান্ড ও আই-লিগ। গতবছর ৪০ বছর পর কলকাতা লিগ জিতেছি। ইতিমধ্যেই তিন-চারজন ইনভেস্টর আগ্রহ প্রকাশ করেছে। এমনকী তারা কলকাতা লিগ ও ডুরান্ড ফাইনালে যুবভারতীতে হাজির ছিলেন। দেখেছেন কীরকম পরিবেশ। আইএসএলে বিডিং প্রসেস খুললে অবশ্যই খেলব। বাঙ্কারহিল আমাদের পরিবারের মতো। তারা তো থাকবেই। অন্য ইনভেস্টররাও থাকবে। তবে সবার আগে আমাদের একটা শক্তিশালী দল বানাতে হবে। দেশি-বিদেশি ফুটবলারদের নিয়ে দারুণ একটা দল হবে। এটা ইনভেস্টররাও চান।"

ক্লাব সূত্রের খবর যদি শেষ পর্যন্ত বিডিং প্রক্রিয়া না খোলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহামেডান অনুরোধ করবে এফএসডিএল-এর সঙ্গে কথা বলার জন্য। 

আরও পড়ুন: East Bengal: শুধু ফুটবল রাইটস-ই ইমামির হাতে তুলে দিচ্ছে ইস্টবেঙ্গল

আরও পড়ুনUkraine Vs Scotland: ম্যাচ জিতল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, হৃদয়ে রাজ করল স্কটল্যান্ড

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.